রাসায়নিক ড্রাম
কেরাণীগঞ্জে রাসায়নিক ড্রাম বিস্ফারণে শ্রমিক নিহত, দগ্ধ ২
ঢাকার কেরাণীগঞ্জ দক্ষিণ থানার বনগ্রাম এলাকায় পিকআপ থেকে রাসায়নিক ভর্তি ড্রাম নামাতে গিয়ে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুই শ্রমিক দগ্ধ হয়ে আহত হয়েছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৫
শনিবার (৮ জুলাই) রাত ৮টায় বনগ্রাম মোস্ট ডিজাইন ম্যানুফ্যাকচার কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক ইয়াসিন (২০) বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা।
দগ্ধরা হলেন- রাব্বি (২৫) ও বিপ্লব (২৬)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, শনিবার রাত আটটায় বনগ্রাম মোস্ট ডিজাইন ম্যানুফ্যাকচার কারখানা কেমিকেল ভর্তি ড্রাম বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, পুলিশ রাত ১০টায় ইয়াসিনের লাশ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপার কেরাণীগঞ্জ দক্ষিণ থানা পুলিশে রাত ১১টায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত
পাবনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
১ বছর আগে