নতুন স্মার্টফোন
ঈদে আরও দু’টি নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
খুব শিগগরই বাংলাদশেরে র্স্মাটফোন জগতে যুক্ত হতে চলেছে রিয়েলমি ব্র্যান্ডের এইট এবং সি সিরিজের আরও দু’টি নতুন র্স্মাটফোন।
রিয়েলমি তরুণদের চাহিদার কথা মাথায় রেখে গত ৩ এপ্রিল ১০৮ মগোপক্সিলের আলট্রা কোয়াড ক্যামরোর রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলমি সি ২১ নামের দুটি স্মার্টফোন বাজারে উন্মুক্ত করে। ব্যবহারকারীদের ব্যাপক সাড়া পাবার পর চাইনিজ এই প্রতিষ্ঠানটি দুটি সিরিজ থেকে আরও দুটি মোবাইল ফোন আসন্ন ঈদ-উল-ফিতরে বাজারে আনতে যাচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫১
প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জানানো হয়, তরুণদরে পছন্দরে এইট সরিজি থেকে যে নতুন র্স্মাটফোন বাজারে আনতে যাচ্ছে তাতে থাকবে স্প্লটি ডিজাইন এবং স্প্লিসিং প্রসসে এর সমন্বয়। এর মাধ্যমে বাস্তব জগত এবং ডিজিটাল জগতকে একত্রতি করে এক অভনিব ডজিাইন করা হয়ছে।
দুর্দান্ত ডিজাইনের র্স্মাটফোনটি মোবাইল ইন্ডাস্ট্রিতে নতুন মাইলফলক স্থাপন করবে রয়িলেমরি নতুন র্স্মাটফোনটি। পাশাপাশি নতুন র্স্মাটফোনটরি ওজন মাত্র ১৭৭ গ্রাম এবং ৮ মিমি এর চেয়েও কম পুরুত্বরে কারণে এই ফোনটি হবে খুবই হালকা।
রিয়েলমি বাংলাদশেশে তাদের ‘এন্ট্রি-লেভেল-র্স্মাটফোন’ সি সরিজি দিয়ে যাত্রা শুরু করছেলি। সি সরিজিরে ‘সি’ মূলত রঙরে প্রতীক - এমন কছিু যা তরুণ প্রজন্মরে অনুভূতি, ব্যক্তিত্ব, সংস্কৃতি, আগ্রহ, পছন্দকে উপস্থাপন করে। অন্যদিকে, রিয়েলমি এইট তাদের নম্বর সিরিজের অর্ন্তগত এবং মিড-রেঞ্জ লেভেলে ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫১
তরুণ প্রজম্নের কাছের খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠা এই ব্রান্ডের নতুন ফোন দু’টি নিয়ে বেশ আশাবাদী রিয়েলমি।
৩ বছর আগে
অপো’র নতুন স্মার্টফোন রেনো৪ শিগগিরই দেশের বাজারে
বাংলাদেশের বাজরে নতুন স্মার্টফোন রেনো৪ নিয়ে আসছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো।
৪ বছর আগে
রেনো থ্রি প্রো: দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন
দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেনো থ্রি প্রো এনেছে অপো।
৪ বছর আগে
‘গ্যালাক্সি এ’ সিরিজের নতুন মোবাইল আনছে স্যামসাং
স্যামসাং মোবাইলের ভক্ত হলেও এই ব্রান্ডের নোট সিরিজের ফোনগুলো ব্যবহার করার সামর্থ্য সবার হয়ে ওঠে না। সাধারণ মানুষের জন্য বাজেটের মধ্যে মোবাইল কেনার সুবিধার্থে ২০১৪ সালের ডিসেম্বর থেকে ‘এ’ সিরিজের ফোন বাজারে নিয়ে আসতে শুরু করে স্যামসাং।
৪ বছর আগে