বজ্রসহ বৃষ্টিপাত
যশোরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
যশোরের চৌগাছায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বেড় গোবিন্দপুর বাওড় সংলগ্ন খেতে ঘাস কাটার সময় বজ্রপাতে আমিনুর রহমানের (৪৫) মৃত্যু হয়।
আমিনুর উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের নুর বক্সের ছেলে।
আমিনুর রহমানের ভাই কামারুল ইসলাম জানান, আমিনুর কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার বেলা ১১টার দিকে বেড় গোবিন্দপুর বাওড় সংলগ্ন খেতে ছেলে ইয়াছিন আরাফাতকে সঙ্গে নিয়ে ঘাস কাটতে যান আমিনুর। ঘাস কাটার এক পর্যায়ে বজ্রসহ বৃষ্টিপাত হলে ইয়াছিন আরাফাত ঘাস নিয়ে বাড়িতে চলে আসে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষক নিহত
দুপুর ১টার দিকে মাঠে বজ্রপাত হওয়ার পর জয়নাল আবেদিন ওরফে ঠান্ডু নামে এক ব্যক্তি দেখতে পান পিঠের কিছু অংশ ঝলসানো অবস্থায় আমিনুর পড়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা গিয়ে দেখেন আমিনুর মারা গেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নিহত ৩
দেশের তিন জেলায় বজ্রপাতে ৩ জন নিহত
১ বছর আগে