স্টাফ
বিমানের স্টাফ বাসে আগুন: আহত কর্মীদের আর্থিক সহযোগিতা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টাফ বাসে অগ্নিদগ্ধ দুই কর্মীকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
সোমবার (২৭ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে তাদের আর্থিক ক্ষতিপুরণ দেওয়া হয়।
আহত দুই কর্মী হলেন- ক্লিনিং স্টাফ মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাস।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
রবিবার (২৬ নভেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিমানের ক্লিনিংস্টাফ মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাস দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মানবিক দিক বিবেচনায় বিমান ম্যানেজমেন্ট ক্ষতিগ্রস্ত দুইজন বিমান কর্মীকে আর্থিক সহযোগিতা দিয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম ক্লিনিং স্টাফ জনাব মানিক চন্দ্র দাস ও জনাব রাজেন্দ্র দাস এর পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম বলেন, বিমানকর্মীগণ সার্বক্ষণিক জরুরি পরিষেবায় নিয়োজিত রয়েছে। সকল প্রকার প্রতিবন্ধকতা সত্ত্বেও যাত্রীদের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিমান সেবা চালু রাখা হয়েছে। নিরীহ মানুষকে টার্গেট করে এ ধরনের সহিংসতা কখনো কাম্য নয়। তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত না করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
ভুক্তভোগী পরিবারের সদস্যগণ তাদের পাশে থাকার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: মারা গেছেন পরীমণির নানা
রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
১ বছর আগে
তলা ফেটে মেঘনায় সিমেন্টের কাঁচামালবাহী জাহাজ, ১২ স্টাফ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে তলা ফেটে সিমেন্টের কাঁচামালবাহী একটি কার্গো জাহাজ ডুবতে বসেছে। রবিবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটেছে। এসময় দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ১২জন স্টাফকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিমেন্ট তৈরির কাচামাল নিয়ে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিলো প্রিমিয়াম-৫ নামের একটি মালবাহী কার্গো জাহাজ।
আরও পড়ুন: মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বেলা ১১ টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ি খাল সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে এটির পেছনের অংশের তলা ফেটে যায় এবং ভেতরে পানি উঠতে থাকে।
তিনি আরও বলেন, ওই সময় ঘটনাস্থলে কোস্টগার্ড দক্ষিণজোনের কালিগঞ্জ স্টেশানের একটি টহল টিম কাছাকাছি নদীতে টহল দিচ্ছিলো। তারা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং উদ্ধার অভিযান চালিয়ে জাহাজের নাবিক-ক্রুসহ ১২ জনকে উদ্ধার করে। ফলে কেউ নিঁখোজ নেই।
তিনি বলেন, বর্তমানে জাহাজটি ওই স্থানের ডুবোচরে আটকে গিয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। সেখানে আমাদের কোস্টগার্ডের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।
নৌপুলিশের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসাদুল আল গালিব বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে খুলনার মোংলাগামী জাহাজটির তলা ফেটে গেছে।
আর জাহাজটির তলার পেছনের অংশ ফেঁটে যাওয়ায় ধীরে ধীরে এটির ভেতরে পানি প্রবেশ করতে থাকায় বর্তমানে সেই অংশ আগে নিমজ্জিত হয়।
বর্তমানে জোয়ারের পানি ঢুকে জাহাজটির সামনের অংশ দেখা দেখা গেলেও পেছনের অংশ নদীর পানিতে তলিয়ে গেছে।
কি পরিমাণ সিমেন্টের কাঁচামাল ছিলো তা নিশ্চিত হতে না পারলেও, জাহাজটির সকল স্টাফ নিরাপদে উদ্ধার হয়েছে।
জাহাজ কোম্পানিকে বিষয়টি জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে আসছেন। তারা এসে পৌঁছালে জাহাজটি ও এর মালামাল উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: পদ্মা-মেঘনায় ৫০টি বালুবাহী বাল্কহেড জব্দ, আটক শতাধিক
মেঘনায় বালুবাহী বলগেট ডুবে ১ শ্রমিকের মৃত্যু
১ বছর আগে