চিকিৎসা সেবা
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবায় সেনাবাহিনী
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের সদস্যরা।
সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্স দীঘিনালা জোনের সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করে।
আরও পড়ুন: আন্দোলনে আহতদের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ সময় সেনাবাহিনী ৮০০ দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়। সেবা কার্যক্রমের আওতায় গাইনি, মেডিসিন, চর্মরোগসহ বিভিন্ন রোগের সেবা দেওয়া হয়।
এসময় খাগড়াছড়ি ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল ইসলাম, দীঘিনালা জোন কমান্ডার কর্নেল ওমর ফারুক চিকিৎসা সেবা পরিদর্শন করেছেন। এছাড়া কর্নেল ডা. সেতারা, মেজর ডা. আসিফ রুবায়েত, মেজর ডা. সাবিনা, ক্যাপ্টেন ডা. রাকিব, ডা. আশুতোষ চাকমা সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করেন।
এতে সেনাবাহিনীর পাশাপাশি খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকরা এই কার্যক্রমে অংশ নেন।
আরও পড়ুন: ফেনীতে বন্যার্তদের চিকিৎসা দেবে ১৪ স্বাস্থ্য ক্যাম্প
সাম্প্রতিক আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকারি হাসপাতাল: স্বাস্থ্য মন্ত্রণালয়
৩ মাস আগে
সিলেটকে চিকিৎসা সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী
সিলেটকে আধুনিক চিকিৎসা সেবার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘প্রতিবছর বাংলাদেশের কয়েক লাখ মানুষ চিকিৎসার জন্য প্রতিবেশি দেশে যান। এজন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারলে আমাদের বড় অংকের টাকা সেভ হবে।’
শুক্রবার বিকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ১০ তলা আউটডোর ভবন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: সিলেট থেকে পণ্য পরিবহনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে: ড. মোমেন
সিলেটে চিকিৎসা সেবার উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দশ তলা আউটডোর ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় এই হাসপাতালের চিকিৎসা সেবা দেয়ার সক্ষমতা অনেক বেড়ে গেল।
তিনি বলেন, সিলেট সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণাধীন আট তলা ভবন আগামী মে মাসের মধ্যেই শেষ হবে এবং তখন সিলেটের চিকিৎসা সেবা আরও বৃদ্ধি পাবে। এর মধ্যে দ্বিতীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলেও ড. মোমেন উল্লেখ করেন।
আরও পড়ুন: সফলতার জন্য অব্যাহত প্রচেষ্টা থাকা প্রয়োজন: ড. মোমেন
এ সময় মন্ত্রীর সাথে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিলেটের জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
সেনাবাহিনীর ও বিদ্যানন্দের উদ্যোগে খাগড়াছড়িতে চিকিৎসা সেবা প্রদান
খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকালে গুইমারা কলেজ মাঠে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একই সাথে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৬০ জন অভাবগ্রস্থ মেধাবীকে বৃত্তি হিসেবে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ দেয়া হয়।
আরও পড়ুন: মানবিক সহায়তা পেল ফরিদপুরের ৫ শতাধিক অসহায় মানুষ
সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানবিক সহায়তা ও বৃত্তি তুলে দেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মো. আবদুল মালেক, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মো. জামাল উদ্দিন।
৩ বছর আগে
ইম্প্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল এখন ঝালকাঠিতে
ইম্প্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল এখন ঝালকাঠি সুগন্ধা নদী সংলগ্ন জেলা কালেক্টরেট স্কুল তীরবর্তী এলাকায় অবস্থান করছে।
৩ বছর আগে
ইবিতে করোনায় মিলছে না চিকিৎসা সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
করোনাভাইরাস প্রাদুর্ভাবে দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের সার্বিক বিষয় মাথায় রেখে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবা নিশ্চিত না করায় চরম বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা।
৩ বছর আগে
যেসব কারণে হাসপাতালে চিকিৎসা নিতে ভয় পান রোগীরা
হাসপাতালকে এমন এক জায়গা হিসেবে বিবেচনা করা হয় যেখানে রোগীদের চিকিৎসা দেয়া হবে আরামদায়ক পরিবেশে, যেমনটি বিশ্বের ধনী বা দরিদ্র অনেক দেশেই করা হয়। কিন্তু বাংলাদেশে নোংরা, অস্বাস্থ্যকর এবং বিশৃঙ্খল পরিবেশের জন্য রোগীরা হাসপাতালে প্রবেশের সময় আরও অসুস্থ হয়ে পড়েন।
৪ বছর আগে
গোয়ালন্দে উপ-স্বাস্থ্য কেন্দ্রের শৌচাগারে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ!
সরকারিভাবে তৃণমুলে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে স্থাপিত হয়েছে উপ-স্বাস্থ্য কেন্দ্র যাতে সাধারণ মানুষ অতি সহজে প্রাথমিক চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ পেতে পারেন।
৪ বছর আগে
নিজেই পঙ্গু ফেনী ট্রমা সেন্টার
ফেনী শহরের মহিপালে সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা দিতে নির্মাণ করা হয়েছে ফেনী ট্রমা সেন্টার। কিন্তু চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবলের অভাবে প্রতিষ্ঠানটি নিজেই এখন পঙ্গু হয়ে আছে।
৫ বছর আগে
সমস্যা জর্জরিত ফেনী জেনারেল হাসপাতাল
ফেনী, ২৪ আগস্ট (ইউএনবি)- অপর্যাপ্ত চিকিৎসক, নার্স ও শয্যা থেকে শুরু করে নানা সমস্যায় জর্জরিত ফেনী জেনারেল হাসপাতাল। রোগীর পরিমাণ শয্যার দ্বিগুন হওয়ায় তারা বাধ্য হয়ে চিকিৎসা নিচ্ছেন মেঝে ও করিডোরে।
৫ বছর আগে
চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়াই চলছে শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
চুয়াডাঙ্গা, ২৪ আগস্ট (ইউএনবি)- জেলার চারটি উপজেলায় প্রায় শতাধিক ক্লিনিক, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলছে। কিন্তু অনুমোদন আছে হাতেগোনা মাত্র কয়েকটির। অথচ বছরের পর বছর এসব অবৈধ প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
৫ বছর আগে