১৭ আগস্ট
১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা শুরু হবে।
তিনি বলেন, আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: শিক্ষামন্ত্রী
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
ডা. দীপু মনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে কয়েক জেলায় বন্যার সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, এজন্য কাল ও পরশু (বুধ ও বৃহস্পতিবার) বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আরও পড়ুন: স্মার্ট সিটিজেনরাই স্মার্ট বাংলাদেশের কেন্দ্রে থাকবে: শিক্ষামন্ত্রী
শিশু-কিশোরদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
১ বছর আগে
হইচইতে ১৭ আগস্ট আসছে নিশোর ‘সাড়ে ষোল’
ছোটপর্দার দিয়ে তারকাখ্যাতি পেলেও আফরান নিশোর জনপ্রিয়তা এদেশের অনেক বড় পর্দার তারকাদের চেয়ে বেশি। অভিনয়ের মুন্সিয়ানাও তিনি দেখিয়েছেন অনেক কাজে। ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ তিনি পেয়েছেন। অবশেষে বড় পর্দায় এসেই ‘টক অব দ্য টাউন’ হয়ে থেকেছেন।
‘সুড়ঙ্গ’ সিনেমার রেশ না কাটতেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আফরান নিশোকে।
হইচই এর পর্দায় ইয়াসির আল হক পরিচালিত ‘সাড়ে ষোল’ সিরিজে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন এই তারকা। যা উন্মুক্ত হবে ১৭ আগস্ট।
আরও পড়ুন: সাড়ে ষোলো: হইচই ওটিটিতে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ
রোমাঞ্চকর অরিজিনাল সিরিজ ‘সাড়ে ষোল’, এই সিরিজ একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিরিজটি দর্শকদের এমন একটি অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে যেখানে তারা নিজেকে আবিষ্কার করবে ঐশ্বর্য এবং প্রতারণার বেড়াজালের অন্যরকম এক গোপন ঘটনায়।
এই সিরিজে অভিনয় প্রসঙ্গে প্রতিভাবান অভিনেতা আফরান নিশো বলেন, ‘রেজা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
কিছুদিন আগে ‘সাড়ে ষোল’ সিরিজে আফরান নিশো’র লুক প্রকাশ্যে এসেছিল। এবার বাকি অভিনেতা-অভিনেত্রীদের লুক সামনে এলো। এই সিরিজে কর্পোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এ.ডি.সি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী এবং পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ।
আরও পড়ুন: সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান: নতুন চরিত্র সম্পর্কে আফরান নিশো
১ বছর আগে
সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান: নতুন চরিত্র সম্পর্কে আফরান নিশো
১৭ আগস্ট থেকে হইচই-এর পর্দায় দেখা যাবে ইয়াসির আল হক পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। এতে ‘রেজা’ চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো।
হইচই তাদের আসন্ন অরিজিনাল সিরিজে সুপারস্টার আফরান নিশোর নতুন লুক প্রকাশ করেছে।
তারপর থেকেই দর্শকদের মধ্যে বিপুল কৌতূহল আর রোমাঞ্চের জন্ম দিয়েছে। আফরান নিশো’র সাবলীল এবং বহুমুখী অভিনয়ের দক্ষতা তাকে স্ট্রিমিং জগতে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, যা বিনোদন জগতে একটি সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে।
আফরান নিশো তার প্রতিটি চরিত্রকে সম্পূর্ণরূপে নিজের মধ্যে ধারণ করে, তার এই অভিনয়ের দক্ষতাই তাকে বাকি সবার থেকে আলাদা স্থান করে দিয়েছে। নতুন সিরিজে আফরান নিশো স্বনামধন্য একটি রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে একটি হাই-প্রোফাইল মামলা পরিচালনাকারী একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। আইনজীবীর মতো জটিল চরিত্রটি নিজেকে খুব সুন্দরভাবে আবর্তিত করেছে নিশো।
আরও পড়ুন: এবারের ঈদে আসিফ ইকবালের বাজিমাত
পরিচালক ইয়াসির আল হকের প্রথম ওয়েব সিরিজ 'সাড়ে ষোল’ –তে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাবার আগের রাতে তার জীবন একটি জটিল মোড় নেয়। আফরান নিশোকে কাইজার চরিত্রে অভিনয়ের পর আবারও এই সিরিজের মাধ্যমে দেখা যাবে হইচই-এর পর্দায়।
এই সিরিজে অভিনয় প্রসঙ্গে প্রতিভাবান অভিনেতা আফরান নিশো বলেন, ‘রেজা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
নিশো আরও বলেন, ‘ইয়াসির খুব তরুণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিবান একজন পরিচালক। প্রচুর সম্ভাবনা নিয়ে তার সে পরিচালনার ক্যারিয়ার শুরু করছে। ইয়াসির খুবই দক্ষ এবং কাজের প্রতি খুবই নিবেদিত প্রাণ। আসলে, পুরো ‘সাড়ে ষোল’ টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত এবং এই কাজের জন্য তাদেরকে আমি শুভকামনা জানাই।’
ওয়েব সিরিজটির পরিচালক বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ এবং আমি ওটিটি-তে অভিষেকের জন্য হইচই-য়ের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আসলে কোনো শব্দই আমার এই উত্তেজনা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘‘সাড়ে ষোল’ সিরিজটি একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে ছিল এবং এ কারণেই আমি এই সিরিজটি দিয়ে আমার ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। হইচইকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’
আরও পড়ুন: তারকাদের স্মৃতিচারণে ‘বাবা’
১ বছর আগে