তেলঘাট এলাকা
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার
কেরাণীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে রবিবার (১৬ জুলাই) রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকালে নদীর তলদেশ থেকে ওয়াটার বাসটিকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবে নিহত ৪
তিনি জানান, উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওয়াটার বাসটিকে টেনে তুলেছে।
এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে- দুইজন পুরুষ এবং একজন ছেলেশিশু। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
এছাড়া নদী থেকে ৮জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে তিনজন অচেতন অবস্থায় চিকিৎসাধীন এবং বাকিদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার রাত সোয়া ৮টার দিকে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় প্রায় ১০০ যাত্রী নিয়ে ওয়াটারবাসটি ডুবে যায়।
খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে ছুটে যায়।
এছাড়াও উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে কোস্টগার্ডের ডুবুরিরা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেন।
জানা যায়, নদীর তীরের কাছে তলিয়ে যাওয়ায় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
এছাড়া ইউএনবি’র কেরাণীগঞ্জ প্রতিনিধি বলেন, ওয়াটারবাসটি দিনের শেষ যাত্রার জন্য ওয়াইজঘাট থেকে কেরাণীগঞ্জের নগরমহলের দিকে যাচ্ছিল।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে তাদের ধারণা।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে নৌকাডুবি: নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদী থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার
১ বছর আগে