বিজয় মিছিল
এখনই ক্ষমতা ছাড়ুন, জনগণ আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না: ফখরুল
সরকারের পদত্যাগের দাবিতে তাদের মিছিলকে অধিকার আদায়ের ‘বিজয় মিছিল’ আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, এখনই ক্ষমতা ছাড়ুন।
এছাড়া সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের নামে নির্বাচন কমিশন প্রহসন করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এটি কেবল একটি মিছিল নয়, এটি বিজয়ের মিছিল। এটা জনগণের অধিকার আদায়ের বিজয় মিছিল।
মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় দলের পদযাত্রা পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মিছিল কর্মসূচির মধ্য দিয়ে তারা আরও ৩৬টি বিরোধী দলের সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু করেছে।
আরও পড়ুন: 'সময় শেষ, পদত্যাগ করুন': সরকারের প্রতি ফখরুল
ফখরুল বলেন, পদযাত্রার মধ্য দিয়ে আমাদের এক দফা দাবি আদায় করে আমরা বিজয় অর্জন করব। আমরা এই ভয়ঙ্কর দানবীয় সরকারকে পরাজিত করব এবং একটি সরকার ও জনগণের সংসদ গঠন করব।
ফখরুল বলেন, সারা দেশের মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেতে এবং আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জেগে উঠেছে।
এছাড়াও নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ ভেঙে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, শুধু বিএনপি নয়, ১২ জুলাই একযোগে আরও ৩৬টি রাজনৈতিক দল ঘোষণা করেছিল যে বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এদেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না।
আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে দেশ ও জনগণকে রক্ষায় রাজপথে নেমে আসতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ক্ষমতাসীন দল হিরো আলমের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী ও তার প্রধান বুদ্ধিজীবী মোহাম্মদ আলী আরাফাতকে বসিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে পারেনি।
ফখরুল বলেন, ভোট কেন্দ্র ফাঁকা ছিল। পঙ্গু-অকেজো এবং পরাধীন নির্বাচন কমিশন ১১ শতাংশ ভোটারের উপস্থিতি দেখিয়েছে। আমরা দেখলাম কোথাও ভোটার নেই। ফলাফল ঘোষণার পর আরাফাত বিজয় চিহ্ন দেখালেন। অরাজনৈতিক ব্যক্তিত্ব হিরো আলমকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এটা লজ্জার বিষয়।
এছাড়া ভোটকেন্দ্রের সামনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার সময় পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করেন তিনি।
বিএনপি নেতা বলেন, নির্বাচন কমিশন বলছে ১১ শতাংশ ভোটারের উপস্থিতি সবচেয়ে ভাল ছিল। জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এমন উপহাস করার কোনো মানে নেই।
তিনি বলেন, ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাবে রাজধানীবাসী যখন কঠিন সময় পার করছেন, তখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছুটি কাটাতে ইউরোপে গেছেন। আর ‘স্বাস্থ্যমন্ত্রী গেছেন আমেরিকায়। তাদের কী দায়িত্ববোধ আছে!’
তাদের এক দফা আন্দোলনের অংশ হিসেবে গাবতলী বাসস্ট্যান্ড থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী পুরান ঢাকা এলাকার রায় সাহেব বাজার অভিমুখে মিছিলে নিয়ে যাত্রা করেন।
ফখরুল সকাল ১১টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন এবং বিকাল ৪টায় রায় সাহেব বাজার মোড়ে তা শেষ হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টা ৪৫ মিনিটে মিছিলটি মিরপুর সরকারি বাংলা কলেজে পৌঁছালে কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়, ফলে সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, পরে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে একটি মোটরসাইকেল ও একটি সাইকেলও পুড়ে গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া অন্য সব মহানগর ও জেলা শহরেও একই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে বিরোধী দলের এক দফা আন্দোলনের এটাই প্রথম কর্মসূচি।
নগরীর বিভিন্ন এলাকায় বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও সাধারণ ছাত্র অধিকার পরিষদ আন্দোলন করছে।
এর আগে গত ১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ‘একদফা’ আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচির অংশ হিসেবে তিনি ১৮ ও ১৯ জুলাই দুই দিনের দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়াও বিএনপি আগামী ১৯ জুলাই (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মিছিল করবে।
একই দিন রাজধানীতে কর্মসূচি পালন করবে অন্যান্য বিরোধী দল ও জোট।
আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলা গণতন্ত্রের নামে আ. লীগের তামাশা: ফখরুল
আ. লীগের ভয় দেখানোর কৌশল আর চলবে না, জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে: ফখরুল
১ বছর আগে