পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)
রাষ্ট্রপতির সঙ্গে পাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. অধ্যাপক হাফিজা খাতুন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
সাক্ষাৎকালে উপাচার্য হাফিজা খাতুন বিশ্ববদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে অবকাঠামো ও একাডেমিক বিষয়ে রাষ্ট্রপতির কাছে বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
করোনার কারণে তৈরি হওয়া সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান তিনি।
গবেষণা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, উচ্চ শিক্ষার গুণগতমান নিশ্চিত করা এবং নতুন জ্ঞান ও উদ্ভাবন নিয়ে গবেষণার বিকল্প নেই।
এ ছাড়া রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশসহ শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করতেও নির্দেশ দেন।
তিনি বিশ্বিবদ্যালয়টির বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এই বিশ্বিবদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে পাঠ্যক্রম নির্ধারণসহ সার্বিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন।
এ সময়ে রাষ্ট্রপতির সচিবরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
স্কাউটদের আইসিটিসহ আধুনিক প্রশিক্ষণ দিতে নেতৃবৃন্দের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
১ বছর আগে