মাইক্রোবাস ও সিএনচালিত অটোরিকশার সংঘর্ষ
সিলেটে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত বেড়ে ৭
সিলেটের গোয়াইনঘাটে মাইক্রোবাস ও সিএনচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে রয়েছেন চালকসহ সিএনজি অটোরিকশার ৬ জন এবং মাইক্রোবাসচালক।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ৬ জন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আর ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। হাসপাতালে একজন মারা গেছেন।
আরও পড়ুন: সিলেটে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ৬
নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন মিয়া (৩৫) ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), ঢাকার রায়ের বাজার এলাকার মাইক্রোবাসচালক আবু তাহের (৪৫) ও কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০)। নিহত বাকি ৩ জনের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়।
আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে গাড়িটির সামনের ডানপাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় গাড়ি দু’টি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ এসব বিষয় নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে