আইডিপি এডুকেশন
আইডিপি এডুকেশনের উচ্চ শিক্ষাবিষয়ক মিট-আপ ৫ আগস্ট
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষাবিষয়ক মিট-আপের আয়োজন করেছে আইডিপি এডুকেশন বাংলাদেশ। রাজধানীর রেনেসান্স ঢাকা গুলশান হোটেলে আগামী ৫ আগস্ট এই মিট আপ হবে।
সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। আর এই মিট-আপে যুক্তরাজ্যের রাসেল গ্রুপ বিশ্ববিদ্যালয় অংশ নেবে।
এই মিট-আপে ছাত্র ছাত্রীরা অন-স্পট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অন-স্পট অফার ইন প্রিন্সিপালও পেতে পারেন। এর সঙ্গে থাকবে বৃত্তির সুবিধাও।
আইডিপি বাংলাদেশ একটি বহুজাতিক প্রতিষ্ঠান। যারা আইইএলটিএস পরীক্ষার যৌথ মালিক। একই সঙ্গে কোনোরকম সার্ভিস ফি ছাড়াই প্রতিষ্ঠানটি দেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে থাকে।
আইডিপি এডুকেশন মূলত অস্ট্রেলিয়ান কোম্পানি। যারা বিগত ৫০ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড নিয়ে কাজ করছে।
আসন্ন মিট-আপে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে https://bangladesh.idp.com/gvAAq9 ওয়েবসাইটে লগইন করতে হবে। অথবা অফিস চলাকালীন সরাসরি কল করুন- ০৯৬৬৬৭৮২৭৮২নম্বরে।
এ ছাড়া সরাসরি ভিজিট করতে পারেন সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত গুলশান, ধানমন্ডি, চট্টগ্রাম ও সিলেট অফিসে।
১ বছর আগে