নেতা মিলন
কৃষিমন্ত্রীর হাতে এক দফার লিফলেট দিলেন বিএনপি নেতা মিলন
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের ‘এক দফা’ দাবি-সম্পর্কিত লিফলেট কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতা ফজলুল হক মিলন।
শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর একটি একটি মসজিদের সামনে মন্ত্রীর হাতে একটি প্রচারপত্র এগিয়ে দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
আরও পড়ুন: বিএনপি রাজধানীতে শোকমিছিল করবে বৃহস্পতিবার
এ সময় মন্ত্রী প্রচারপত্রটি হাসিমুখে তা গ্রহণ করেন।
বিএনপি নেতারা তাদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এছাড়া বিএনপির গাজীপুর জেলা শাখার সভাপতি মিলনসহ দলীয় নেতা-কর্মীরা সার্কিট হাউস মসজিদের সামনেও লিফলেট বিতরণ করছিলেন।
ইউএনবি’র সঙ্গে আলাপকালে মিলন বলেন, তিনি মসজিদের সামনে প্রায় আড়াইশ জনের মধ্যে লিফলেট বিতরণ করেন।
তিনি বলেন, কৃষিমন্ত্রী যখন নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন, আমি তাকে একটি লিফলেট দিয়েছিলাম।
তিনি আরও বলেন, আমি ড. কামাল হোসেনকেও সেখানে পেয়েছিলাম এবং তাকে একটি লিফলেটও দিয়েছিলাম।
এদিকে এক পাতার লিফলেটে বিএনপি ও সমমনা দলগুলোর এক দফা আন্দোলন সফল করতে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
লিফলেট-এ লেখা রয়েছে-
অবৈধ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং দেশ ও এর জনগণকে সর্বব্যাপী দুর্নীতি এবং বিপজ্জনক জঙ্গল শাসন থেকে বাঁচানোর জন্য নির্দলীয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে।
লিফলেটে ‘শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ এক দফা দাবিতে সারা দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ’ শিরোনামে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের নোংরা কৌশলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে, তাদের দলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগসহ এক দফা দাবি জানাতে জুমার নামাজের পর সারাদেশের মসজিদে মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করবেন।
আরও পড়ুন: ডেঙ্গুর ব্যর্থতায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ চায় বিএনপি
এক দফা আন্দোলন ঠেকাতে লক্ষ্মীপুরে সজীব হত্যা: বিএনপি
১ বছর আগে