নারী ওয়ানডে
নারী ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে সহজেই অস্ট্রেলিয়ার সিরিজ জয়
এক ম্যাচ বাকি থাকতেই রবিবার ৬ উইকেটের বড় জয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সহজেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ১ বলে মাত্র ৯৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এদিকে ৯ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা আক্তার।
জবাবে মাত্র ২৩ ওভার ৫ বলে লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া ৬ উইকেট হাতে রেখে এবং ১৫৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয়।
আরও পড়ুন: সিলেট টেস্ট: খালেদের ৩ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত শুরু
এদিকে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব দেন সোফি মলিনেক্স। এছাড়া অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারহাম ২টি করে উইকেট নেন।
এলিস পেরি অপরাজিত ৩৫ রান করেন। এছাড়া বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাবেয়া খান ও সুলতানা খাতুন।
ব্যাটিং ও বোলিং এই দুই বিভাগেই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাদের ফিল্ডিংও ভালো ছিল না।
সিরিজের আগে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে দুই দল।
আরও পড়ুন: সিলেট টেস্ট: ধনঞ্জয়ার দ্বিতীয় সেঞ্চুরিতে বড় ব্যবধানের লিডে শ্রীলঙ্কা
সিলেট টেস্ট: ১৮৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস
৮ মাস আগে
নারী ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ফারজানা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডানহাতি ওপেনার ফারজানা হক পিংকি শনিবার (২২ জুলাই) প্রথম বাংলাদেশি হিসেবে নারীদের ওয়ানডেতে সেঞ্চুরি করার ইতিহাস গড়েছেন।
ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি এই মাইলফলক অর্জন করেন।
ফারজানার সেঞ্চুরির আগে ২০১৩ সালে ভারতের বিপক্ষে নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সালমা খাতুন ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রান সংগ্রহ করেন।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের জয়
শনিবারের ম্যাচে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৫০ ওভারে চার উইকেটে ২২৫ রান করে।
ফারজানা ১৬০ বলে ১০৭ রান করেছেন। শারমিন সুলতানার সঙ্গে ওপেনিং পার্টনারশিপে এই জুটি ৯৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এটি ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বোচ্চ ওপেনিং সংগ্রহ।
বাংলাদেশ ইতোমধ্যেই ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধেও এটি তাদের প্রথম ওয়ানডে জয়।
তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত খেলে সিরিজে সমতা আনে সফরকারীরা।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি: বাংলাদেশের বিরুদ্ধে ৮ রানে জিতল ভারত
আফগানিস্তানের বিপক্ষের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়েছেন এবাদত
১ বছর আগে