গুলবাগ
রাজধানীতে যুবলীগকর্মী রুবেল হত্যার ঘটনায় ১০ জন গ্রেপ্তার
রাজধানীর গুলবাগ এলাকায় শুক্রবার (২১ জুলাই) ভোরে যুবলীগ কর্মী অলিউল্লাহ রুবেল হত্যার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তাররা হলেন- হাবিব আহসান, মো. আলিফ হোসেন, মো. রবিউল সানি, মো. মেহেদী হাসান, মো. শাহজাল, মো. রফিকুল ইসলাম, নুর আলম, মো. সুমন মীর, আদনান আসিফ ও মো. শাকিল।
এর মধ্যে আসিফ ও শাকিলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এবং বাকিদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হত্যাকাণ্ডের দুই দিন পর রবিবার (২৩ জুলাই) রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব ও ডিবি পুলিশ।
রাজধানীর কারওয়ান বাজারে ফোর্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, শান্তিবাগ এলাকায় আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শাহজালালের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে রুবেলকে হত্যা করা হয়।
আরও পড়ুন: যুবলীগ নেতা রুবেল হত্যায় জড়িত সবাই শনাক্ত: ডিবি প্রধান
সম্প্রতি রুবেল ইন্টারনেট ও ডিমের ব্যবসার পাশাপাশি পানি সরবরাহের ব্যবসা শুরু করার চেষ্টা করেন।
ডিবি প্রধান মো. হারুন-উর-রশিদ ডিএমপি মিডিয়া সেন্টারে আরেক সংবাদ সম্মেলনে বলেন, শান্তিবাগ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিবিড় ও শাহজালাল নামে একজনের সঙ্গে ভুক্তভোগী রুবেলের বিরোধ ছিল।
তিনি বলেন, রুবেলকে হত্যার জন্য নিবিড় ও শাহজালাল হাবিবকে ভাড়া করেন এবং হাবিবকে চাকু কেনার জন্য ৪ হাজার টাকা দেন নিবিড়।
ডিবি কর্মকর্তা জানান, পরিকল্পনা অনুযায়ী হাবিব খিলগাঁও বাজার থেকে দুটি ছুরি কেনেন।
হারুন জানান, হত্যার দিন হাবিব আলিফ গুলবাগের মালিবাগ বাজার সড়কে রুবেলের বাসার সামনে অবস্থান নেন এবং মেহেদী ও সানি পাহারায় ছিলেন।
আরও পড়ুন: রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
হাবিব ও আলিফ রুবেলকে রিকশায় করে বাড়ি ফেরার পথে ধাওয়া করেন এবং একপর্যায়ে আলিফ রুবেলকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন।
ডিবি প্রধান বলেন, হাবিব ও আলিফ তাকে নির্বিচারে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাজিনা দেওয়ান বাদী হয়ে শাহজানপুর থানায় একটি হত্যা মামলা করেছেন বলেও জানান তিনি।
শনিবার ডিবি প্রধান বলেন, রুবেল হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে।
শুক্রবার রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়।
রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদকও ছিলেন। তিনি কোনো পদে না থাকলেও স্থানীয় যুবলীগের সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুন: নড়াইলে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
১ বছর আগে