কবজি বিচ্ছিন্ন
নাটোরে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্নের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
নাটোরে যুবলীগ নেতা মিঠুনের কবজি বিচ্ছিন্নের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সম্পাদক মোর্ত্তজা বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতিসহ দলের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ইতোমধ্যেই এ মামলায় রুমন, নাছির, ওবায়দুল ও মহসিন নামে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে নাটোর থানায় মামলাটি দায়ের করেন আহত যুবলীগ নেতা মিঠুনের ভাই স্বপ্ন।
আরও পড়ুন: পিরোজপুরে বিএনপির ৩৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১৫
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে হুকুমের আসামি করা হয়েছে। অভ্যন্তরীণ বিরোধের জেরে রবিবার রাতে নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় প্রতিপক্ষ।
তিনি আরও জানান, হামলায় আহত হয় আরও ৫ জন।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ৩৩.৪ কোটি টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ৩
১ বছর আগে