৭ম
আইইউবিএটি’র ৭ম সমাবর্তন অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৭ম সমাবর্তন মঙ্গলবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সমাবর্তনে প্রায় ২ হাজার ৫০০ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।
কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক দেওয়া হয়।
আরও পড়ুন: মেলবোর্নে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
সমাবর্তনে কৃষি, ব্যবসায়, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক, সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, ইকনোমিক্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ও নার্সিং বিষয়ে ডিগ্রি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সমাবর্তনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়ার ককেশাস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস এর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. কখা শেঞ্জেলিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কোরিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. ইয়ংমিন সিও।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান জুবের আলিম।
বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া নতুন গ্র্যাজুয়েটদের ধৈর্যহারা না হয়ে দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেছেন, যোগ্যতা না থাকলে একটি কোম্পানি আপনাকে চাকরি দেবে কেন? কাজেই আপনাদের এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন হয়েছে। এই শিক্ষা নিয়ে নিজেদেরকে আরও দক্ষ করে তুলতে কাজে বেরিয়ে পড়ুন।
শুধুমাত্র এই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেখে কেউ আপনাদের মূল্যয়ন করবে না। এসময় নতুন গ্র্যাজুয়েটদের ধৈর্য্যহারা না হয়ে দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে এর সঙ্গে নিজের দক্ষতা বৃদ্ধি করতে গ্র্যাজুয়েটদের স্বেচ্ছাসেবী হিসেবে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী।
তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বসে থাকলে চলবে না, এর সঙ্গে দক্ষতা যোগ্য করার জন্য চেষ্টা চালাতে হবে৷
স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
আরও পড়ুন: ফ্যাক্ট চেকিং নিয়ে মিডিয়া প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশের উন্নয়নে বৃটিশ-বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করার আহ্বান: লন্ডনে সংলাপ অনুষ্ঠিত
১ বছর আগে