উন্নত করুন
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের শিক্ষার মান উন্নত করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার গুণগত মান আরও উন্নত করার উপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো শিক্ষার মান আরও উন্নত করা, যাতে আমাদের শিশুরা সমগ্র বিশ্বের সঙ্গে মিলিয়ে চলতে পারে।’
শুক্রবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাঙালি ছেলে-মেয়েরা যথেষ্ট মেধাবী এবং তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অসামান্য অবদান রাখছে।
তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শিক্ষা কার্যক্রমের জন্য যথেষ্ট স্বীকৃতি অর্জন করেছে।
আরও পড়ুন:
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতায় সজ্জিত দেশের জনশক্তি গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তি, কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হবে। তাই, আমাদের এই দক্ষতা অর্জনে নজর দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত জনশক্তি গড়ে তোলার জন্য আমাদের সন্তানদের শিক্ষা, দক্ষতা, চিন্তাভাবনা ও জ্ঞান দিয়ে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।’
অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও মনোযোগ দিতে এবং মেধা অনুযায়ী তাদের দক্ষতা বিকাশে সহায়তা করার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আপনার বাচ্চাকে অন্যের বাচ্চার সঙ্গে তুলনা করবেন না, বরং মেধা অনুযায়ী তার দক্ষতা বিকাশ করতে দিন।’
আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ
অভিভাবকদের সন্তানদের শিক্ষার প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার সন্তানরা কোথায় যায় এবং তারা কী করে সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি।’
প্রধানমন্ত্রী এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
তবে যারা সফল হতে পারেনি, তাদের বিচলিত না হয়ে পরের বারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে বলেন তিনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
পরে ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতে এসএসসির ফলাফল হস্তান্তর
বিচার বিভাগকে স্মার্ট করতে পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী
১ বছর আগে