ফক্স চ্যানেল
হলিউডে ধর্মঘটের কারণে এমি অ্যাওয়ার্ড স্থগিত
হলিউড অভিনেতা–অভিনেত্রী ও গল্পলেখকদের ধর্মঘটের কারণে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ৭৫তম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৮ জুলাই) এমি পুরস্কার স্থগিত করার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে পরবর্তীতে কবে পুনঃআয়োজন হবে তা তিনি জানাননি।
১৮ সেপ্টেম্বর ফক্স চ্যানেলে এমি অ্যাওয়ার্ডস সম্প্রচারিত হওয়ার কথা ছিল।
অভিনেতাদের ইউনিয়ন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট জানিয়েছে, ধর্মঘটে অংশ নেওয়া তারকারা এমি পুরস্কারের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না বা অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে পারবেন না।
ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত লেখকদের অ্যাওয়ার্ড শোতেও কাজ করার অনুমতি নেই।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
এবছর এমিতে এইচবিও চ্যানেল জোর প্রতিযোগিতা করবে। চ্যানেলটি তার জনপ্রিয় তিনটি অনুষ্ঠানের জন্য ৭৪টি পুরস্কার পেয়েছে। এগুলো হলো- ‘সাকসেশন’, ‘দ্য হোয়াইট লোটাস’ ও ‘দ্য লাস্ট অব আস’।
এবারের এমিতে ‘টেড ল্যাসো’ সেরা কমেডি সিরিজটি কমেডি ক্যাটাগরিতে ২১টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট এর প্রায় ৬৫ হাজার অভিনেতা-অভিনেত্রী এবং রাইটার্স গিল্ড অব আমেরিকা’র প্রায় ১১ হাজার ৫০০ চিত্রনাট্যকার হলিউডের ঐতিহাসিক এই ধর্মঘটে অংশ নিয়েছেন।
তারা আরও ভালো বেতন, আয়ের লভাংশ ভাগাভাগির কাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থেকে সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: সৃজিতের ‘দশম অবতার’-এ জয়া, সঙ্গে একঝাঁক তারকা
বাংলাদেশে সিনেমার বড় বাজার তৈরি হবে: নিরব
১ বছর আগে