সম্মতি
বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ নির্মাণে সৌদির রাষ্ট্রদূতের সম্মতি
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ নির্মাণে সম্মতি জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ধর্মমন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূতের দ্বিপক্ষীয় সভায় এ কথা জানিয়েছেন তিনি।
এ সভায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বাংলাদেশে সৌদি সরকারের অর্থায়নে প্রস্তাবিত আইকনিক মসজিদ নির্মাণের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আরও্র পড়ুন: আহমেদ রুবেলের বর্ণাঢ্য জীবন
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মসজিদ নির্মাণের বিষয়ে আন্তরিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকারের আগ্রহের বিষয়টি খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এবং তিনি সৌদি সরকারকে সাধুবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ৮টি বিভাগে ৮টি আইকনিক মসজিদ নির্মাণের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকাতে একটি বৃহৎ মসজিদ নির্মাণের বিষয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে গণপূর্ত মন্ত্রণালয়কে ঢাকার পূর্বাচলে প্রয়োজনীয় জায়গা বরাদ্দের জন্য আদেশ দিয়েছেন বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী।
সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর এ আকাঙ্ক্ষার কথা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ নির্মাণে সম্মতি দেন।
পরে ধর্মমন্ত্রী সৌদি সরকারের অর্থায়নে প্রস্তাবিত এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপনের বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আরও্র পড়ুন: অভিনেতা আহমেদ রুবেল আর নেই
তিনি জানান, ঢাকার বছিলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জায়গায় এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপনের জন্য স্থান নির্বাচন করা হয়েছে এবং এরই মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নকশা তৈরি করা হয়েছে।
তিনি রাষ্ট্রদূতকে নকশাটি দেখার অনুরোধ জানান। সৌদি রাষ্ট্রদূত নকশাটি দেখে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি এখানে খেলাধুলার জন্য স্পোর্টস সেন্টার রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
এ বছর হজ প্রক্রিয়াকরণের বিষয়ে সৌদি রাষ্ট্রদূত সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আগে হজ এজেন্সিগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সমস্যা ছিল।
এছাড়া মধ্যস্বত্বভোগীরা হজযাত্রীদের কাছ থেকে টাকা আদায় করত। কিন্তু হজ প্রক্রিয়া ডিজিটালাইজড করার ফলে আমরা পুরো প্রক্রিয়াটিকেই খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারছি। এর ফলে হজযাত্রীদের কষ্ট অনেকাংশে কমেছে।
আরও্র পড়ুন: বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে: ধর্মমন্ত্রী
৯ মাস আগে
১ জানুয়ারি ‘বই উৎসব’ উদযাপনে ইসির সম্মতি
আগামী ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়কে নতুন বই বিতরণ কর্মসূচি (বই উৎসব) উদযাপনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু অন্যান্য বছরের মতো ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা সরকারের রুটিন কাজ, তাই ইসি এই কর্মসূচি পালনে সম্মতি দিয়েছে।
এতে আরও জানানো হয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ স্থানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে যথানিয়মে বই বিতরণ করবেন।
আরও পড়ুন: পিএসসির সামনে অবস্থান কর্মসূচি ৪৩তম বিসিএস ভাইভা প্রার্থীদের
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরুর সম্মতি দিলে তা অব্যাহত থাকবে।
শুধু কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না, তবে চিঠিতে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইসি।
আরও পড়ুন: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি
১০ মাস আগে
লঙ্কান লিগ খেলার জন্য বিসিবির সম্মতি পেয়েছেন শরিফুল
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশগ্রহণের জন্য বিসিবির সম্মতি পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাকে চুক্তিবদ্ধ করেছে কলম্বো স্ট্রাইকার্স।
এরই মধ্যে কলম্বোতে এলপিএল দলে যোগ দিতে ঢাকা ছেড়েছেন শরিফুল।
আরও পড়ুন: লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ডাক পেয়েছেন তাসকিন ও তৌহিদ
এর আগে, ডান হাতি মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়কেও এলপিএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
এদিকে পেস বোলার তাসকিন আহমেদ এলপিএলে খেলার আমন্ত্রণ পেলেও কাজের চাপের কারণে বোর্ড তাকে অনুমতি দেয়নি।
এ ছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানেরও এলপিএলে খেলার কথা রয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ২০১৮ সালে এলপিএল চালু করেছিল। তারপর থেকে এটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।
লঙ্কান প্রিমিয়ার লিগ ৩১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চাপে বাংলাদেশ পুরুষ দল
এলপিএলে অংশ নিতে তাসকিনের এনওসি দিতে দেরি করছে বিসিবি
১ বছর আগে