কয়েদি
বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালানোর ঘটনায় ৩ কারারক্ষী বরখাস্ত
বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ জন কারারক্ষীকে ঘটনার দিন সাময়িক বরখাস্ত এবং কয়েকজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘তিনি এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা শুনেছেন। এটি তার বিষয় নয়। বিষয়টি কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।’
আরও পড়ুন: বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি রাতেই গ্রেপ্তার
এ ব্যাপারে জেল সুপার মনির হোসেনের সঙ্গে যেগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেলা কারাগারের জাফলং কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যান ৪ আসামি। পরে তাদেরকে চেলোপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ কর্তৃপক্ষ।
৫ মাস আগে
ঢামেকে কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাগর (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কয়েদির নাম মো. সাগর। তার বাবার নাম মোবারক আলী।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
কারারক্ষী আল আমিন জানান, শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাগর। পরে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় কাশিমপুর কয়েদির মৃত্যু
চাঁদপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু
১ বছর আগে
দিনাজপুর কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু
সাঈদ আলী (৫৯) নামে দিনাজপুর জেলা কারাগারের এক কয়েদির জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।
বুধবার (২ আগস্ট) ভোরে গুরুত্বর অসুস্হ হয়ে পড়লে তাকে কারা হাসপাতাল থেকে ভোর ৫টায় জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে ভোর সাড়ে ৫ টায় মারা যান তিনি।
আরও পড়ুন: চাঁদপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু
সাঈদ আলী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গড়পিংলাই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। গত বছরের ২৩ মে থেকে সাজা ভোগ করছিলেন তিনি।
জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ক্রোধের বশবতি হয়ে গত ২০০৯ সালের ২০ আগস্ট রাতে হুমাযুন কবীর নামে একজন মুদি দোকানিকে অপহরণ করে হত্যা করেন তিনি।
জেলা কারাগারের জেলার এ. কে. মাসুম জানান, যাবজ্জীবন সাজাভোগী কয়েদি সাঈদ আলী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুত্বর অসুস্হ অবস্থায় কারা হাসপাতাল থেকে ভোর ৫টায় জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে ভোর সাড়ে ৫ টায় মারা গেছে সে।
তিনি আরও বলেন, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার লাশ হস্হান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
বাগেরহাট কারাগারের হাজতির মৃত্যু
১ বছর আগে
ঢামেক হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
সামছুল হক (৫৫) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
তিনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন এবং তার বাবার নাম মঙ্গল খান।
আরও পড়ুন: ঢামেক হাসপাতালে যুদ্ধাপরাধী হাজতির মৃত্যু
মঙ্গলবার দিবাগত (২ আগস্ট) রাত ২টা ২০ মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে ওই কয়েদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তিনি জানান, তখন কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা হাসপাতালে নিয়ে আসে কারারক্ষীরা। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ঢামেক হাসপাতাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
১ বছর আগে