হাটুজল
টানা বৃষ্টিতে চট্টগ্রামের মেয়রের বাড়িতে ‘হাঁটুজল’
কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কখনো থেমে থেমে আবার কখনো কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নগরীর রাস্তাঘাট পানির নিচে তলিযে গেছে। পাশাপাশি নগরীর বাসা-বাড়িতেও ঢুকে পড়েছে পানি। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বাসিন্দাদের।
টানা বৃষ্টিতে এমন দুর্ভোগ থেকে রক্ষা পায়নি চট্টগ্রাম মহানগরীর খোদ নগরপিতা রেজাউল করিমের বাড়িও। তার বাড়িতে এখনো থৈ থৈ করছে হাঁট থেকে কোমর সমান পানি।
এ ছাড়া নগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থা সচল না থাকায় পানি সরতে না পারছে না। অনেক ঘর ও দোকানপাটের ভেতর পানি ঢুকে গেছে।
আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টিতে স্বস্তি, তবে যানজটে চলাচল ব্যাহত
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে।
সকাল ৯টা ১ মিনিট থেকে জোয়ার শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যোগ হয়ে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ভাটা শুরু হবে দুপুর আড়াইটা থেকে। তখন শহরের পানি কমবে।
তিনি জানান, নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি আরও দুই-এক দিন হতে পারে। যেসব এলাকায় ভারী বৃষ্টিপাত হবে সেসব এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টিতে আরও কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে নগরীর বেশ কিছু এলাকার সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
১ বছর আগে