১৪ দলীয় জোট
৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে ১৪ দলীয় জোট: আমু
১৪ দলীয় জোট আগামী ৩০ অক্টোবর ঢাকায় জনসভা করবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে আমুর বাসভবনে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আমু বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে। বিশেষ করে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা এই গণহত্যার নিন্দা জানাই। আমি অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা জাতিসংঘের কাছেও এই ক্ষতি পুষিয়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, 'আমরা লক্ষ্য করছি যে, জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যক্রম আমাদের দেশের জনগণের কাছে কাম্য নয়। আমাদের দেশের একটি পক্ষও তাদের সংবিধান বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: রাস্তা দখল ও অবরোধের হুমকি দিয়ে বিএনপির ইচ্ছা পূরণ হবে না: কাদের
তিনি বলেন, ‘আমাদের দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আমাদের জোটের সমর্থন রয়েছে। আমরা চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে।’
জোটের সমন্বয়ক বলেন, ‘১৪ দল যে কোনো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করতে চায়। নির্বাচনসহ যা-ই ঘটুক না কেন, তা সংবিধানের মধ্যেই থাকতে হবে।’
আমু বলেন, ‘সংবিধানবিরোধী যেকোনো কর্মকাণ্ড আমরা প্রতিহত করবো।’
বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভান্ডারী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গণতন্ত্র রক্ষার জন্য নয়, ধ্বংসের জন্য লড়াই করছে বিএনপি: কাদের
১ বছর আগে
সোমবার রাজধানীতে সমাবেশ করবে ১৪ দলীয় জোট
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শুক্রবার রাজধানী ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
‘আন্দোলনের’ নামে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ১৪ দল এ সমাবেশের আয়োজন করবে।
আরও পড়ুন: বিএনপির ‘সহিংসতার’ বিরুদ্ধে ১৪ দলের সপ্তাহব্যাপী কর্মসূচি
১ বছর আগে