প্লাবিত,
খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, দীঘিনালা-লংগদু সড়ক যোগাযোগ বন্ধ
কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৭/৮টি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এছাড়া, দীঘিনালা-লংগদু সড়কের বড়মেরুং স্টিলব্রিজ এলাকা এবং দাঙ্গাবাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৮ আগস্ট) বিকাল থেকে দ্রুত পানি বাড়তে থাকে। এতে মেরুং ইউনিয়নের ১নং কলোনি, ২নং কলোনি, চিটাগাং পাড়া, বাজার এলাকা, হাজাছড়া, সোবানপুর, বেতছড়ি এলাকার তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পরেছে। বিকাল থেকেই আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করে পানিবন্দি পরিবারগুলো।
টানা বর্ষণ অব্যাহত থাকলে মঙ্গলবারের মধ্যে পানিবন্দি পরিবারের সংখ্যা অনেক বেড়ে যাবে।
মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকি জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় পানিবন্দি পরিবারগুলোর জন্য পাঁচটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এরমধ্যে ছোটমেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার বিকালের মধ্যে ৫০জনের বেশি আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের জন্য প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
১ বছর আগে