কাঠ সংগ্রহ
ফটিকছড়িতে ভেসে আসা কাঠ সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে উজান থেকে ভেসে আসা কাঠ সংগ্রহকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আধারমানিক গ্রামের কুলালপাড়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নিহত মোহাম্মদ নয়ন (৩০) দক্ষিণ খিরাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জাবেদুল আলমের পুত্র।
স্থানীয়রা জানায়, সর্তা খালের উজান থেকে পানির সঙ্গে কিছু দামি কাঠ ভেসে আসছিল। এই কাঠ সংগ্রহ করতে খালের কমিটিহাট অংশে ১৫ জন ২০ জন নিয়ে সেখানে গিয়েছিল নয়ন।
কিন্তু একই সময়ে কমিটিহাট এলাকার আরও কয়েকজন যুবক এসব কাঠ সংগ্রহ করতে যায়। এই নিয়ে সকালে দু’পক্ষ কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায়।
এতে প্রতিপক্ষের মারধরে ঘটনাস্থলে নিহত হয় নয়ন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। দু’গ্রুপের মধ্যে ব্যবসায়িক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পারি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত
পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
১ বছর আগে