দ্বিতীয় পর্যায়
মিরপুরে বিজিএমইএ হাসপাতালের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজের উদ্বোধন
মিরপুরের মিল্কভিটা রোডে বিজিএমইএ হাসপাতালের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিজিএমইএ'র জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম মান্নান (কচি) হাসপাতালের নির্মাণ কাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মিরপুরের মিল্কভিটা রোডে দু’টি বেসমেন্টসহ ১৫০ শয্যার বিজিএমইএ হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে নির্মাণাধীন বিজিএমইএ হাসপাতালের নিচতলায় বিজিএমইএ'র মিরপুর স্বাস্থ্যকেন্দ্র কাজ করছে।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের প্রতি আহ্বান বিজিএমইএ সভাপতির
বিজিএমইএ'র এই স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতি মাসে ১ হাজার থেকে ১ হাজার ২০০ শ্রমিক বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, মিরপুর হাসপাতাল সম্পর্কিত বিজিএমইএ স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. জাহানদার রশীদ জুয়েল, মিরপুর হেলথ সেন্টার ও স্কুল সম্পর্কিত বিজিএমইএ’র স্থায়ী কমিটির সভাপতি সুলতান আহমেদ এবং বিজিএমইএ শ্রম কল্যাণ ও শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আহাদ আনসারী। এছাড়াও মিরপুর এলাকার গার্মেন্টস শিল্প উদ্যোক্তা, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আরএমজি শিল্পের উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নীতিগত সহায়তা চান বিজিএমইএ সভাপতি
১ বছর আগে