অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ১০ দিন পর ইজিবাইকচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে জিকে খাল থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার বাইপাস সড়কের রোজ হলিডে পার্ক সংলগ্ন জিকে (পানি উন্নয়ন বোর্ডের)খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার নিখোঁজ ইজিবাইক চালক শাহিনুল হক লিটনের (৪৭) বলে দাবি করেছে তার পরিবার।
লিটন কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার মৃত ইজাবুল হকের ছেলে।
জানা যায়, শনিবার (১৮ মে) বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন লিটন।
পুলিশ বলছে শরীরে লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট দেখে তার ছেলে নিশ্চিত হয়েছেন যে এটা তার বাবার লাশ।
নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মোছা. মনিরা হক বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জিকে ক্যানালে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। প্রথমে লাশটি দেখে তাকে কেউ চিনতে পারেনি। পরে নীল নামে এক কিশোর নিহতের পোশাক দেখে শনাক্ত করে লাশটি তার বাবা লিটনের।
নিহতের পরিবার জানিয়েছে, শনিবার (১৮ মে) বিকালে বাড়ি থেকে ব্যক্তিগত ইজিবাইক নিয়ে বের হয় লিটন। এরপর থেকে তাার আর খোঁজ পাওয়া যায়নি।
পরিবার জানায়, নিখোঁজের দিন ইজিবাইক নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার দিকে যান লিটন।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, লিটন নিখোঁজ হওয়ার পর তার পরিবার থেকে সাধারণ ডায়েরি করেছিল। পরে গত ২৫ মে নিখোঁজ লিটনের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মডেল থানায় মামলা করেছেন।
নিহতের স্ত্রী বলেন, ছেলে লাশের কাছে গেছে। সে পরনের প্যান্ট,জামা ও রং দেখে আমাকে জানিয়েছে যে ওটি তার বাবার লাশ।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, লাশটি দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই ক্যানালের মধ্যে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছিল। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে লাল গেঞ্জি, জিন্স প্যান্ট পরা ছিল। পরিহিত পোশাক ও রং দেখে লাশটি নিখোঁজ ইজিবাইক চালক লিটনের শনাক্ত করেছে তার পরিবার। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত চলমান রয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ফেনীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ২ নারী
৬ মাস আগে
পাবর্তীপুরে কাউন্সিলরের অর্ধগলিত লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর রেলওয়ের জমিতে তৈরি বাড়িতে একাই বসবাস করতেন কাউন্সিল জাহাঙ্গীর আলম। তার ঘরের পাশ দিয়ে চলাফেরার সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা।
পাবর্তীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন জানান, জাহাঙ্গীর আলম পাবর্তীপুর পৌরসভার টানা তিন বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। পাশাপাশি আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি আরও জানান, দীর্ঘদিন আগে স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে ছেড়ে যাওয়ার পর বাড়িতে একাই বসবাস করতেন তিনি। ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। ঈদের আগে মসজিদে নামাজ শেষে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিলেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ইনচার্জ এ.টি.এম. নুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ শয়নকক্ষে অর্ধগলিত অবস্থায় কাউন্সিলর জাহাঙ্গীর আলমের লাশ বিছানায় খাটের উপর শোয়া অবস্থায় দেখতে পান তারা।
তিনি আরও বলেন যে অসুস্থতা জনিত কারণে সে মারা গেছে বলে ধারণা করছেন স্বজনরা। আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বুধবার লাশ দাফন কাফন করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটের সাদাপাথরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
১ বছর আগে
যশোরে সেপটিক ট্যাংক থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
যশোর সদরের নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতর থেকে বৃহস্পতিবার সকালে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরে সন্ধ্যা ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে পোশাক দেখে লাশ শনাক্ত করেন নিহতের ভাই শরিফুল ইসলাম।
নিহত ফাহিমা বেগম (৩৫) সাতক্ষীরার তালা উপজেলার সাত পাখিয়া গ্রামের আনছার আলীর মেয়ে ও জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তিনি ইট ভাটার শ্রমিক ছিলেন।
আরও পড়ুন: বরিশালে লঞ্চ থেকে তরুণীর লাশ উদ্ধার
নিহতের ভাই শরিফুল ইসলাম বলেন, আমার বোনের দুইটি মেয়ে। বড়টির বিয়ে হয়েছে আর ছোটটি আমাদের সাথে থাকতো। আমার বোন ফাহিমা ও ভগ্নিপতি জাহাঙ্গীর হোসেন দু’জন মিলে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর দফাদার ইটের ভাটায় শ্রমিকের কাজ করতো। তাদের দাম্পত্য জীবনে কলহের কারণে ফাহিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো জাহাঙ্গীর।
গত ১৫ ডিসেম্বর বোন ফাহিমাকে নিয়ে বাড়ি থেকে ভাটায় কাজ করতে আসে জাহাঙ্গীর। এরপরে আর বোনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ভগ্নিপতি জাহাঙ্গীরের কাছে বোনের কথা জানতে চাইলে এলোমেলো কথা বলায় আমি তালা থানায় একটি অভিযোগ করি। পুলিশ ভগ্নিপতি জাহাঙ্গীরকে আটক করে আবার ছেড়ে দেয়। এরপর থেকে আর বোনের কোনো সন্ধান পাচ্ছিলাম না। বৃহস্পতিবার পুলিশের কাছ থেকে খবর পেয়ে যশোরে এসে বোনের পরিহিত কাপড় দেখে চিনতে পারি। এ দিকে বেশ কয়েকেদিন থেকে জাহাঙ্গীরও নিরুদ্দেশ।
আরও পড়ুন: নাটোরে নিখোঁজের ৪ ঘণ্টা পর স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুপ্রভাত মন্ডল বলেন, নিহতের পরিচয় মিলেছে। তার ভাই শরিফুল দাবি করছেন এটা তার বোন ফাহিমার লাশ।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে সেচ নালা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরে সেচ নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে
কেরানীগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
কেরানীগঞ্জের আলীপুর এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে