ট্রেনে ছিনতাই
টঙ্গীতে ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে ৯ যুবককে আটক
গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেনে হামলা ও যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত ৯ যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান জয় (২৬), রনি (৩৫), রবিউল হাসান (৪০), মো. স্বাধীন (৩০), মো. সাইফুল ইসলাম জাকির (২৫), মো. মাসুদ (২৭), মো. নাসির (২০), মো. নয়ন হাসান (২৮) ও মো. আশিক (২২)।
আরও পড়ুন: কক্সবাজারে নেপালিকে ছিনতাইয়ের ঘটনায় ২ মাস পর আটক ১
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলস্টেশনের আউটার সিগন্যালে প্রবেশের অপেক্ষায় ছিল। এ সময় দুর্বৃত্তরা প্রথমে ট্রেনে পাথর নিক্ষেপ করে এবং পরে হামলা চালায়।
টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, আউটার সিগন্যালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর কয়েকটি বগিতে ছিনতাই হয়।
দুর্বৃত্তরা ট্রেনের জানালা দিয়ে যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন যাত্রী এবং একজন ট্রাভেল টিকিট পরীক্ষক (টিটিই) আহত হয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
১ বছর আগে