স্যালাইন উৎপাদন
স্যালাইন উৎপাদনে হিমশিম খাচ্ছে ওষুধ কোম্পানিগুলো: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে হঠাৎ করেই দেশে স্যালাইনের চাহিদা বেড়ে যাওয়ায় দেশের ওষুধ কোম্পানিগুলো প্রয়োজনীয় স্যালাইন উৎপাদনে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইনের প্রয়োজন হয়। মাসিক চাহিদা দাঁড়িয়েছে প্রায় ১২ লাখ ব্যাগ।’ এ অবস্থায় দেশের সব স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়াতে বলা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) মানিকগঞ্জ সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে ডেঙ্গুর টিকা আনার চেষ্টা করব: স্বাস্থ্যমন্ত্রী
তিনি আরও বলেন, দেশের কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো অভাব নেই
তিনি আরও বলেন, কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টিং কিটের ঘাটতি থাকলে চাহিদা অনুযায়ী দ্রুত সরবরাহ করা হবে।
শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশে এ বছর মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ৮০ হাজার ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর ৭০ হাজার ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
১ বছর আগে