সাঈদী
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোকপ্রকাশ: কুমিল্লা ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী বহিস্কার
জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোকপ্রকাশ করায় বাংলাদেশ ছাত্রলীগের কুমিল্লা শাখার ১৬ নেতা-কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জিমে গোপন ভিডিও ধারনের অভিযোগ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সোমবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আদেশে বহিস্কার করা হয়েছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ড হয়।
আরও পড়ুন: ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসের জনজীবন বিপর্যস্ত
ছাত্রলীগের মহাসমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের সমাগম
১ বছর আগে
মসজিদে সাঈদীর জন্য দোয়া করায় ইমামকে কুপিয়ে জখম
যশোরের শার্শায় মসজিদে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করায় আশরাফুল ইসলাম নামে এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শর্শা উপজেলার যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শ্রমিক নেতাকে কুপিয়ে জখম: কাউন্সিলরসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
আহত আশরাফুল ইসলাম (২৬) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশরাফুল ইসলাম শার্শা উপজেলার যাদবপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। উলাশী ইউনিয়নের গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
জানা গেছে, শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার নামাজের দিন গিলাপোল জামে মসজিদে মোনাজাতে সাঈদীর জন্য দোয়া করেন ইমাম। ওদিনই বিকালে কিছু যুবক ইমামকে পথ রুদ্ধ করে হুমকি দেয়।
ভুক্তভোগী ইমাম আশরাফুল ইসলাম বলেন, সোমবার মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশে মসজিদে যাচ্ছিলাম। এসময় মুখোশধারী ৭ থেকে ৮ জন যুবক আমাকে মাঠের মধ্যে নিয়ে এলোপাতাড়ি চাকু ও ব্লেড দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুরসালিম বলেন, আশরাফুল নামে এক আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম
ফাইনাল উপলক্ষে পিকনিক, আর্জেন্টাইন সমর্থককে কুপিয়ে জখম
১ বছর আগে
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: নওগাঁয় ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু করাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ১৪ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে নওগাঁ জেলা ছাত্রলীগ।
সোমবার (২১ আগস্ট) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী।
আরও পড়ুন: রাঙ্গাকে বিরোধী দলীয় চীফ হুইপ থেকে অব্যাহতি
এর আগে সন্ধ্যায় নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি দেওয়া ছাত্রলীগ নেতারা হলেন- নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও মাহথির মোহাম্মদ তুফান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ফারুক (বাচ্চু), রায়হান সোবহান (রাসেল), শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক আইজাক শামীম, সদস্য মিজানুর রহমান এবং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সাব্বির সরদার।
এছাড়াও নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সাগর, মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজিব মণ্ডল, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সাজু আহম্মেদ, রাণীনগর উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক হাবিব হাসান, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য রামিম রেজা আকাশ এবং নওগাঁ সদর উপজেলা বর্ষাইল ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আপন হোসেন।
এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট করেন তারা।
তিনি আরও বলেন, ছাত্রলীগের ওই নেতারা সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করেছেন। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: মুনিয়াকে ধর্ষণ-হত্যা: আনভীরসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ
পেটে গজ রেখে সেলাই: শেবাচিমের চিকিৎসককে 'অব্যাহতি'
১ বছর আগে
সাঈদীর চিকিৎসককে প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার ২
যুদ্ধাপরাধের আসামি ও জামায়াতের নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর ঠিক আগে চিকিৎসা করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
র্যাব সদর দপ্তর থেকে প্রাপ্ত বার্তায় বলা হয়েছে, তাফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর থেকে র্যাব গ্রেপ্তার করেছে এবং এখন তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে।
এদিকে একই অপরাধে ঢাকার উত্তরা থেকে পৃথক অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান,আটক ওই নারীর নাম হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২)।
আরও পড়ুন: শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ, আটক ১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজিস্ট ডা. মোস্তফা জামান যুদ্ধাপরাধের দোষী সাব্যস্ত এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা করেছেন। ‘মৃত্যুর হুমকি পাওয়ার’ পর নিরাপত্তা চেয়ে মঙ্গলবার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, ফেসবুক মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি পেয়ে ওই চিকিৎসক জিডি করেছেন।
এর আগে ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা: দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০
১ বছর আগে
চট্টগ্রামে সাঈদীর জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, ২৫০ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জামায়াত-শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) নগরীর কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করেছে পুলিশ। এ ছাড়া মামলায় সংঘর্ষের সময় গ্রেপ্তার হওয়া ৪০ জনকেও আসামি করা হয়।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার (১৫ আগস্ট) নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত শিবিরের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর পুলিশ তাদের বাধা দেয়। এতে বিক্ষুব্ধ অবস্থায় তারা পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়।
আরও পড়ুন: সিলেটে আদালতে এপিপির উপর হামলা: ছাত্রলীগে নেতাসহ ২৫৫ জনের বিরুদ্ধে মামলা
তিনি আরও বলেন, এই ঘটনায় ৪০ জনকে আটক করা হয়। পরে আটক ৪০ ও পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২৫০ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, গ্রেপ্তার ৪০ জনকে দুপুরের মধ্যে আদালতে তোলা হয়েছে। আদালতের কাছে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে মা-মেয়ে হত্যা মামলায় ৩ ভাই গ্রেপ্তার
১ বছর আগে
চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা: দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০
চট্টগ্রামে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও মুসল্লিদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সংঘর্ষের সময় পুলিশ ৩০ জনকে আটক করেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ২০, আটক ৫
মঙ্গলবার (১৫ আগস্ট) আছরের নামাজের পর কাজীর দেউড়ি ও আলমাস সিনেমা হলের সামনে এই সংঘর্ষ শুরু হয়।
পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে তা ছড়িয়ে পড়ে।
পুলিশ মাওলানা সাঈদীর জানাজা পড়তে আসা মুসল্লিদের উপর লাঠিচার্জ ও কাদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। অবশ্য এর আগেই দুপুরের দিকে জামায়াতের পক্ষ থেকে বাদ আছর জমিয়তুল ফালাহ বিশ্বমসজিদের মাঠে আহ্বান করা গায়েবানা জানাজা স্থগিত করা হয় বলে জানায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
১ বছর আগে
বুকে ব্যথা নিয়ে কারাগার থেকে হাসপাতালে সাঈদী
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) কারাগারে অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউতে আনা হয়।
আরও পড়ুন: সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেয়ায় মানিকগঞ্জে শিক্ষক গ্রেপ্তার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেলোয়ার হোসেন সাঈদী রবিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।
কাশিমপুর কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়।
পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউয়ে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সাঈদী এখন হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: যাকাতের অর্থ আত্মসাৎ: অভিযোগ গঠন বাতিল চেয়ে সাঈদীর আবেদন
চট্টগ্রামে সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস, মাদরাসা অধ্যক্ষ গ্রেপ্তার
১ বছর আগে