কিল
ফরিদপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের কিল-ঘুষিতে বাবা নিহত
ফরিদপুরের সদরপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের কিল-ঘুষিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ওহাব মোল্লা (৬৫)। তিনি অভিযুক্ত জাহিদ মোল্লার (২৬) বাবা।
আরও পড়ুন: রাজশাহীতে ছেলের কোপে বাবা নিহতের অভিযোগ
স্থানীরা জানান, সন্ধ্যার দিকে ঘরের বারান্দায় বসেছিলেন ওহাব মোল্লা। এ সময় তার মানসিক প্রতিবন্ধী ছেলে জাহিদ মোল্লা ঘরের বিদ্যুতের কাজ করতে যায়। এসময় জাহিদ মোল্লার সঙ্গে তার বাবা ওহাব মোল্লার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ছেলে জাহিদ মোল্লা তার বাবা ওহাব মোল্লাকে এলোপাতাড়িভাবে মাথায় ও মুখে কিলঘুষি মারে। ছেলের হামলায় গুরুতর আহত হন জাহিদ মোল্লা।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তারা লাশ নিয়ে বাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে থানায় আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মাংস কম দেয়াকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বরের বাবা নিহত
পাবনায় মেয়েকে বিয়ে না দেয়ায় ছুরিকাঘাতে বাবা নিহত
১ বছর আগে