জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী
সিলেটে সাঈদীর ‘গায়েবানা’ জানাজার অনুমতি পায়নি জামায়াত
মানতবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বুধবার সিলেটে ‘গায়েবানা’ জানাজার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিশৃঙ্খলার আশঙ্কায় এখন পর্যন্ত এর অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ।
সাঈদীর ‘গায়েবানা’ জানাজাকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষ হয়। আহত হয়েছেন আরো অনেকে। তবে কোথাও ‘গায়েবানা’ জানাজা করতে দেয়নি পুলিশ।
এ অবস্থায় বুধবার দুপুরে সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করেছে জামায়াত ইসলামী।
এ তথ্য জানিয়ে জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘বুধবার জোহরের নামাজের পর আলিয়া মাদরাসা মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। পরে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।’
আরও পড়ুন: পিরোজপুরে যুদ্ধাপরাধী সাঈদীর দাফন সম্পন্ন
পুলিশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, জানাজায় পুলিশের অনুমতির প্রয়োজন হয় না।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতকে এখনো আমরা গায়েবানা জানাজার অনুমতি দেইনি। জানাজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা সহিংসতার শঙ্কা রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার জানা শেষে বিকাল সাড়ে ৩টায় পিরোজপুর শহরের বাইপাস সড়কে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বায়তুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক
চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা: দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০
১ বছর আগে