স্বৈরাচারী সরকার
এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী দিনে দেশ গড়তে দেশের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ অন্যান্য পেশার মেধাবী মানুষজন আছেন।’
আরও পড়ুন: চাঁদাবাজির মামলা থেকে তারেকসহ ৮ জনকে অব্যাহতি
তিনি বলেন, ‘আমি বাংলাদেশের একজন সন্তান হিসেবে মনে করি, আমাদের শুধু মেধাবী ডাক্তার ও ইঞ্জিনিয়ার হলে চলবে না, আগামী দিনে অবশ্যই পেশাদার খেলোয়াড় ও সাংস্কৃতিককর্মী তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভেতর থেকে। যাতে আমরা বিদেশের মাটিতে খেলায় অংশ নিয়ে দেশের সম্মান বয়ে আনতে পারি।’
বিএনপির রংপুর নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, বিএপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন এ্যানি, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী বক্তব্য দেন।
এ সময় রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচিত সংসদ ও সরকারের জন্য নির্বাচন কমিশন গঠন গুরুত্বপূর্ণ পদক্ষেপ: তারেক
৩ সপ্তাহ আগে
স্বৈরাচারী এ সরকারের আমলে কেউই নিরাপদ নয়: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী এ সরকারের আমলে কেউই নিরাপদ নয়।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন, কিন্তু সরকার তাকে হুইল চেয়ারে বাসায় ফেরৎ পাঠিয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে যে ডাক্তাররা আন্দোলন করেছিলেন, গত ১৪ আগস্ট তারাই সাঈদীর চিকিৎসার দায়িত্বে ছিলেন। তাই আমরা আশঙ্কা করছি, আল্লামা সাঈদীর মৃত্যু রহস্যময়।’
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার জিনজিরা বাসরোড এলাকায় বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ডিবি অফিস এখন ভাতের হোটেল: রিজভী
তিনি আরও বলেন, ‘এ সরকার যে কত নিষ্ঠুর এটাই তার প্রমাণ। এই স্বৈরাচার সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না।’
রিজভী আরও বলেন, নির্বাচনের আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক আইনজীবী নিপুণ রায় চৌধুরী, শ্যামল বিশ্বাস, রেজাউল কবীর পল ও হাজী মাসুমসহ আরও অনেকে।
পরে, মিলাদ ও দোয়া মাহফিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা
সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না: রিজভী
১ বছর আগে