স্বৈরাচারী সরকার
স্বৈরাচারী এ সরকারের আমলে কেউই নিরাপদ নয়: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী এ সরকারের আমলে কেউই নিরাপদ নয়।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন, কিন্তু সরকার তাকে হুইল চেয়ারে বাসায় ফেরৎ পাঠিয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে যে ডাক্তাররা আন্দোলন করেছিলেন, গত ১৪ আগস্ট তারাই সাঈদীর চিকিৎসার দায়িত্বে ছিলেন। তাই আমরা আশঙ্কা করছি, আল্লামা সাঈদীর মৃত্যু রহস্যময়।’
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার জিনজিরা বাসরোড এলাকায় বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ডিবি অফিস এখন ভাতের হোটেল: রিজভী
তিনি আরও বলেন, ‘এ সরকার যে কত নিষ্ঠুর এটাই তার প্রমাণ। এই স্বৈরাচার সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না।’
রিজভী আরও বলেন, নির্বাচনের আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক আইনজীবী নিপুণ রায় চৌধুরী, শ্যামল বিশ্বাস, রেজাউল কবীর পল ও হাজী মাসুমসহ আরও অনেকে।
পরে, মিলাদ ও দোয়া মাহফিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা
সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না: রিজভী
১ বছর আগে