অস্ত্র-গুলি জব্দ
কুমিল্লায় সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭, অস্ত্র-গুলি জব্দ
কুমিল্লা শাসনগাছা মাইক্রোবাস স্ট্যান্ডে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংঘর্ষের সময় ব্যবহৃত ২টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা সিটি নির্বাচন: ভোটকেন্দ্রের পাশে গুলিবিদ্ধ ২ জন
কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
পুলিশ সুপার জানান, গোলাগুলিতে অর্ণব নিহত হওয়ার ঘটনায় তার মা ঝরনা বেগম ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই কুমিল্লার ভারত সীমান্তবর্তী পাঁচথুবী এবং নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষের সময়ে মূল অস্ত্রধারী ফজলে রাব্বি, মো. সুমন, রাশেদ, কাউছার, খলিলুর রহমান, রিয়াজ ও সোলেমানকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও জানান, সংঘর্ষের ঘটনায় তিনজন শুটারের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করলেও পালিয়ে বেড়াচ্ছে অপর শুটার। তাকে ধরতেও অভিযান চলছে।
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইউপি সদস্য গুলিবিদ্ধ
মিয়ানমার থেকে গুলিবিদ্ধ নারীসহ ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ
৯ মাস আগে
লালবাগ থেকে ৬ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ: পুলিশ
রাজধানী থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) ৬ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ আগস্ট) লালবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (২০ আগস্ট) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে পুলিশ ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে কাভার্ডভ্যান চাপায় ছাত্রদল নেতা নিহত
গ্রেপ্তাররা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিশান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. হাসানুর রহমান (৩২)।
কেন্দ্রীয় সহসম্পাদক শাহাদাত হোসেন (৩১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইউনিটের সিনিয়র যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্র সংগঠন দলের আন্দোলন জোরদার করার পরিকল্পনা করছিল।
তারা দেশকে অস্থিতিশীল করার জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা করেছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে ছাত্রদল নেতা খুন: বিএনপির কেন্দ্রীয় নেতা খোকনসহ ৭০ জনের নামে মামলা
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়: আদালত চত্বরে বিক্ষোভ, ছাত্রদল নেতা আটক
১ বছর আগে