টিকিট বুকিং সহকারী
হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলের টিকিট বুকিং সহকারীর মৃত্যু
দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলের টিকিট বুকিং সহকারী নিহত হয়েছেন। রবিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেলের টিকিট বুকিং সহকারী নয়ন বাবুর বাড়ি হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের গবিন্দপুর গ্রামে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়ন হিলি রেল স্টেশনে বুকিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি হিলি রেল স্টেশনে তিতুমির এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি করে নিজ বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার দিকে রওনা হন।
বেলা সাড়ে ১১টার দিকে একাকি রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
১ বছর আগে