কোমরের বেল্ট
চুয়াডাঙ্গায় কোমরের বেল্ট থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার: বিজিবি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল ৫টার দিকে জীবননগর উপজেলার পাতিলা গ্রামের ঈদগাহ এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন:বেনাপোল সীমান্তে ৩০ স্বর্ণের বার জব্দ
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে রাত সাড়ে ৯টায় নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, মঙ্গলবার বিকালে জীবননগর পাতিলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি।
বিকাল ৫টার দিকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পাতিলা গ্রামের ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে ধাওয়া করে বিজিবি। পরে মোটরসাইকেলে থাকা ব্যক্তির কোমর ধরে টান দিলে কাপড়ের তৈরি সাদা বেল্টটি খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। এ সময় ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে বেল্টের ভেতর থেকে ৫ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, বিমানকর্মী আটক: বিমানবন্দর এপিবিএন
চুয়াডাঙ্গায় একজন আটক, ৪৬ স্বর্ণের বার জব্দ
১ বছর আগে