নকল সরবরাহ
নকল সরবরাহ করায় মাদরাসা অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে স্মার্টফোনের মাধ্যমে নকল সরবরাহ করার দায়ে মাদরাসার অধ্যক্ষকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৩ মার্চ) চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকার চিশতিয়া ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ঘটনাটি ঘটে। একইসঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: বাবাকে মারধর করায় ছেলের ২০ দিনের কারাদণ্ড
ছায়েদুল উপজেলার রাজাপুরা আল আমিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভদ্রগাছা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ইউএনবিকে জানান, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে মবোইলের ফোনের মাধ্যমে নকল সরবরাহ করেন অধ্যক্ষ ছায়েদুল ইসলাম। পরীক্ষা কেন্দ্রের প্রিন্টারে ২৫ থেকে ৩০ কপি নকলের প্রিন্ট বের করেছেন তিনি। ওই শিক্ষককে পরে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও জানান, তার মোবাইল ফোন তল্লাশি করে হোয়াটসঅ্যাপের নকলের হুছবি পাওয়া যায়। ওই অধ্যক্ষ জানান, তার এক ছাত্র এগুলো সমাধান করে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পরে তিনি কেন্দ্রের প্রিন্টারে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ করেছেন।
আরও পড়ুন: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৫ জেলের কারাদণ্ড
মেঘনায় জাটকা ধরায় ১৫ জেলের কারাদণ্ড
৮ মাস আগে
এইচএসসি পরীক্ষা: চাঁদপুরে নকল সরবরাহের অভিযোগে কলেজ কর্মচারীকে কারাদণ্ড
চাঁদপুরের ফরিদগঞ্জে এইচএসসির ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করার সময় মো. আরিফ হোসেন নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারী হাতেনাতে আটক হয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।
আরও পড়ুন: সাবেক ওসি ফিরোজ কবির দম্পতির কারাদণ্ড
তিনি জানান, কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিওন) আরিফকে কলেজ গেটে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তার দেহ তল্লাশি করে দুটি উত্তরপত্রসহ প্রশ্নপত্র পাওয়া যায়।
এ অভিযোগে পাবলিক পরীক্ষা বিধি অনুযাইয়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মনির চৌধুরী এ সংবাদ নিশ্চিত করে ইউএনবিকে জানান, ঘটনাটি খুব দু:খজনক। তিনি গণমাধ্যমকর্মীদের এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন: নড়াইলে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকসহ ৪ জনের কারাদণ্ড
পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৩ পরিদর্শকের কারাদণ্ড
১ বছর আগে