ছোবল
ধানখেতে কাজ করার সময় সাপের ছোবলে কিশোরের মৃত্যু
মাগুরার মহম্মদপুরে ধানখেতে কাজ করার সময় সাপের ছোবলে মো. আজিম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজিম উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং স্থানীয় গঙ্গারামপুর পি কে মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
আরও পড়ুন: সাপের কামড়ে স্কুলছাত্রীসহ নিহত ২, আহত ১
স্থানীয়রা জানায়, আজিম তার বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতে মাঠে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় সাপ ছোবল দিলে বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানান। স্বজনরা তাকে দ্রুত স্থানীয় ওঝার বাড়িতে নিয়ে যান। বাড়িতে এসে ক্রমেই তার অবস্থার অবনতি হলে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুল ইসলাম জানান, এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু
কেশবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
১ বছর আগে