ট্রেনের ধাক্কা
বন বিভাগের তত্ত্বাবধানে ট্রেনের ধাক্কায় আহত হাতির চিকিৎসা চলছে
কক্সবাজারের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে রবিবার ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত বন্য মাদি হাতিটির সু চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে বন বিভাগ।
আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে চিকিৎসাসহ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়ানো এবং হাতিটির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইনসেস ইউনিভার্সিটির অধ্যাপক ডাক্তার বিবেক চন্দ্র সূত্রধর। তার পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেনারি কর্মকর্তা, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা দিচ্ছেন।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতি
১ মাস আগে
ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতি
চট্টগ্রামের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় একটি হাতির শাবক গুরুতর আহত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) ঘটনাটি ঘটে।
পরে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় মঙ্গলবার (১৫ অক্টোবর) শাবকটি উদ্ধার করে কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নির্যাতনের শিকার হাতি উদ্ধার, মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম বলেন, ট্রেনের ধাক্কায় হাতিটি পিঠে আঘাত পায় ও একটি পা ভেঙে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাতিটির জরুরি পরিচর্যা ও চিকিৎসা দেয়।
তাদের তত্ত্বাবধানে দুর্ঘটনাস্থল থেকে হাতিটিকে উদ্ধারকারী ট্রেনে উঠানোর যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানান সরোয়ার আলম।
আরও পড়ুন: টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
১ মাস আগে
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলামিন হোসেন (২৯) নামে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।
কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস শুক্রবার (২৮ জুন) সাড়ে ১১ টার দিকে ছোটদুধপাতিলা রেলগেটে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিযাত্রী নিহত
প্রতিবন্ধী যুবক আলামিন হোসেন দর্শনা থানা এলাকার ডিহি কৃষ্ণপুর ডাক্তার পারার ঝন্টু আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আলামিন সকালে ছোটদুধপাতিলা অরক্ষিত রেলগেট পার হচ্ছিলেন। সে সময় মৈত্রী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট করে দর্শনা রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় একজন নিহত
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ মাস আগে
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম (১৮) উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেনটি গোপালরায় এলাকা অতিক্রম করছিল। সে সময় রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে কাইয়ুম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
লালমনিরহাট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লা মোহাম্মদ আল মোমেন জানান, লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গোপালরায় অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানা থেকে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে।
৫ মাস আগে
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক রংপুরের মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি রেলওয়ে লালমনিরহাট শাখায় খালাসী পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, ঘুন্টি বাজার এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন রাজ্জাক এসময় অপর দিক বুড়িমারী থেকে লালমনিরহাট গামী ৫৬ নম্বর কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, রাজ্জাক আমাদের রেলের স্টাফ ছিলেন। ঘুন্টি এলাকায় বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৭ মাস আগে
ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
ফেনীর ছাগলনাইয়ায় বালুবাহী ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) সাড়ে ৮টার দিকে মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
নিহত মো. মিজান বরিশালের উজিরপুর কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে এবং অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি সকালে মুহুরীগজ্ঞে এলাকায় পৌঁছলে লাইনে উঠা একটি ট্রাককে ধাক্কা দিলে এ সময় ঘটনাস্থলে ২ জন নিহত হন।
ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১)নং রেলগেইটে সকালে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না। আর এই কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, বালুবাহী ট্রাক রেলক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে ট্রেনের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
৭ মাস আগে
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. মোয়াজ নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল দিকে রেললাইন পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নিহত প্রতিবন্ধী কিশোর মোয়াজ ৯০ নম্বর পশ্চিম নাখালপাড়ার মো. ইয়াহিয়া শরীফের ছেলে।
নিহত প্রতিবন্ধী মোয়াজের চাচা কাউসার জামান জানান, শনিবার সকালে রেললাইন দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
৭ মাস আগে
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় জমিলা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন নারী মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার তুষভান্ডার রেল স্টেশনের অদূরে শ্রুতিধরে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
নিহত জমিলা বেগম কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান গণির স্ত্রী।
রেলওয়ে পুলিশ জানায়, রেললাইন পার হচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন নারী জমিলা বেগম। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আল মমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪
৯ মাস আগে
ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪
ময়মনসিংহ সদর উপজেলার বালুবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুইজন আহত হন।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রেনটি ট্রাকটিকে লেভেল ক্রসিং থেকে ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়।
ওসি আরও জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-চট্টগ্রামের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
১০ মাস আগে
জামালপুরে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কা, ১ কনস্টবল নিহত
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার ভোর পৌণে ৫টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
এতে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত পুলিশ সদস্য আহসান হাবিব (৩২) ঘটনাস্থলেই মারা যান।
জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানঞ্জগামী ২৫৫নং লোকাল ট্রেনটি দুর্ঘটনার সময় জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিং অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
এ সময় গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর জানান, নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিব জামালপুর সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজনগর গ্রামে। তার পিতার নাম নজরুল ইসলাম।
খবর পেয়ে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
আরও পড়ুন: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মী নিহত
১১ মাস আগে