ট্রেনের ধাক্কা
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর
দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রবিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকের চালক মাহবুবুর রহমান ও হেলপার আরিফ হোসেন। তারা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান নামে দুই ব্যক্তি জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।
আরও পড়ুন: রক্ত দিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনা, ২ ভাই নিহত
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরানো হচ্ছে। ফলে কিছুক্ষণের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত
৪১ দিন আগে
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত ২
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে একটি রেল ক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মো. আব্দুল মান্নাফ ও মো. বাচ্চু মিয়া। তারা দুজনই স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।
স্থানীয়রা জানায়, অটোরিকশাটি একজন যাত্রীসহ আমিরগঞ্জে অরক্ষিত রেল ক্রসিং পাড় হচ্ছিল। এ সময় হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ট্রেন তাদের অটোরিকশাটি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও যাত্রী নিহত হন।
আরও পড়ুন: ফরিদপুরের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ৫
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘হাসনাবাদ এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।’
৫৫ দিন আগে
নাটোরে ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে নিহত ১
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে গিয়ে আজাদ সরদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার মাধনগর-বিরকুৎসা রেলওয়ে স্টেশনের মাঝে কুচিয়ামারা সেতু এলাকায় ঘটনাটি ঘটে।
আজাদ সরদার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: যশোরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
প্রত্যাক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে কুচিয়ামারা রেলওয়ে সেতু পারাপারের সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
৯২ দিন আগে
যশোরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াসির নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার কাওরিয়া রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসির (১৫) ঝিকরগাছা পৌরসভার কাওরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে বেজিয়াতলা মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওয়াসির মাদরাসার পরীক্ষা দিতে যাওয়ার পথে কাউরিয়া রেলগেট পার হওয়ার সময় বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৯৪ দিন আগে
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দু্ইজন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সকাল ১০টার দিকে কালিকাপুর এলাকায় ক্রসিং পার হচ্ছিল যাত্রীবাহী অটোরিকশাটি। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন।
ওসি আরও জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের লাশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।
১১০ দিন আগে
বন বিভাগের তত্ত্বাবধানে ট্রেনের ধাক্কায় আহত হাতির চিকিৎসা চলছে
কক্সবাজারের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন ঢাকা-কক্সবাজার রেললাইনে রবিবার ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত বন্য মাদি হাতিটির সু চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে বন বিভাগ।
আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে চিকিৎসাসহ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়ানো এবং হাতিটির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইনসেস ইউনিভার্সিটির অধ্যাপক ডাক্তার বিবেক চন্দ্র সূত্রধর। তার পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেনারি কর্মকর্তা, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা দিচ্ছেন।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতি
১৫২ দিন আগে
ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতি
চট্টগ্রামের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় একটি হাতির শাবক গুরুতর আহত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) ঘটনাটি ঘটে।
পরে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় মঙ্গলবার (১৫ অক্টোবর) শাবকটি উদ্ধার করে কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নির্যাতনের শিকার হাতি উদ্ধার, মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম বলেন, ট্রেনের ধাক্কায় হাতিটি পিঠে আঘাত পায় ও একটি পা ভেঙে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাতিটির জরুরি পরিচর্যা ও চিকিৎসা দেয়।
তাদের তত্ত্বাবধানে দুর্ঘটনাস্থল থেকে হাতিটিকে উদ্ধারকারী ট্রেনে উঠানোর যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানান সরোয়ার আলম।
আরও পড়ুন: টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
১৫২ দিন আগে
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলামিন হোসেন (২৯) নামে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।
কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস শুক্রবার (২৮ জুন) সাড়ে ১১ টার দিকে ছোটদুধপাতিলা রেলগেটে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিযাত্রী নিহত
প্রতিবন্ধী যুবক আলামিন হোসেন দর্শনা থানা এলাকার ডিহি কৃষ্ণপুর ডাক্তার পারার ঝন্টু আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আলামিন সকালে ছোটদুধপাতিলা অরক্ষিত রেলগেট পার হচ্ছিলেন। সে সময় মৈত্রী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট করে দর্শনা রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় একজন নিহত
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
২৬১ দিন আগে
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম (১৮) উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেনটি গোপালরায় এলাকা অতিক্রম করছিল। সে সময় রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে কাইয়ুম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
লালমনিরহাট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লা মোহাম্মদ আল মোমেন জানান, লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গোপালরায় অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানা থেকে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে।
২৮২ দিন আগে
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক রংপুরের মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি রেলওয়ে লালমনিরহাট শাখায় খালাসী পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, ঘুন্টি বাজার এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন রাজ্জাক এসময় অপর দিক বুড়িমারী থেকে লালমনিরহাট গামী ৫৬ নম্বর কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, রাজ্জাক আমাদের রেলের স্টাফ ছিলেন। ঘুন্টি এলাকায় বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩৩০ দিন আগে