ট্রেনের ধাক্কা
নাচোলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় তাসলিমা নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা খাতুন ওই এলাকার মশিউর রহমানের মেয়ে।
আরও পড়ুন: গাজীপুর বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার বাড়ির পাশে রেললাইনের ওপর খেলছিল শিশুটি। এ সময় রহনপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা আমনুরাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান ওসি।
৯৪ দিন আগে
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৪
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি ড্রাইভারসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রেন আটকে দেওয়ায় ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২ আগষ্ট) বেলা পৌনে ২টার দিকে রামুর রশিদনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশুসন্তানসহ অজ্ঞাতপরিচয় আরও এক যাত্রী মারা গেছেন। তবে একজনের পরিচয় শনাক্ত করার সম্ভব হয়নি।
ওসি তৈয়বুর রহমান আরও জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাত্রী কক্সবাজার শহরে যাচ্ছিলেন। পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এর আগেও ওই ক্রসিংয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, রেললাইন অবরোধ
এদিকে এই ঘটনার পর পর স্থানীয় উত্তেজিত জনতা রেল লাইনের উপর অবস্থান নিলে দীর্ঘ ৩ ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল এবং আটকে রাখা হয় দুর্ঘটনা কবলিত ট্রেনটি।
পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন জানান, বিক্ষুব্ধ জনতা ট্রেন আটকে দেওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ জনতাদের রেল পথ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
১২৪ দিন আগে
উত্তরায় ট্রেনের ধাক্কায় এসআই নিহত
উত্তরার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকার কাছে ট্রেনের ধাক্কায় কে এম মনসুর আলী নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মনসুর আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।
শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের পূর্ব পাশে রেললাইন সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘শনিবার রাত সাড়ে ৯টার দিকে মনসুর আলী রেললাইন ধরে হাঁটছিলেন। সে সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান মনসুর।’
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান ওসি জয়নাল আবেদীন।
২০০ দিন আগে
খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
খুলনা মহানগরীতে ট্রেনের ধাক্কায় মো. হেলাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলালের (৪৫) বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি পেশায় খালাসী হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে আটটার দিকে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।
২১৮ দিন আগে
প্রাইভেট পড়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
নরসিংদীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফ, কোলের শিশুর মৃত্যু
নিহত সুমাইয়া নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে এবং শহরের ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ‘রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
২২৮ দিন আগে
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারের আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই এলাকার সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের চালক নিহত
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘ইফতারের আগ মুহূর্তে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বেলপুকুর রেলক্রসিংয়ের কাছাকাছি এলে ব্যারিকেড ফেলা হয়। কিন্তু মোটরসাইকেলটি ব্যারিকেডের নিচ দিয়ে ঢুকে লাইনে উঠে যায়। আর তখনই ট্রেন চলে এলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫৩ দিন আগে
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর
দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রবিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকের চালক মাহবুবুর রহমান ও হেলপার আরিফ হোসেন। তারা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান নামে দুই ব্যক্তি জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।
আরও পড়ুন: রক্ত দিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনা, ২ ভাই নিহত
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরানো হচ্ছে। ফলে কিছুক্ষণের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত
৩০৫ দিন আগে
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত ২
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে একটি রেল ক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মো. আব্দুল মান্নাফ ও মো. বাচ্চু মিয়া। তারা দুজনই স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।
স্থানীয়রা জানায়, অটোরিকশাটি একজন যাত্রীসহ আমিরগঞ্জে অরক্ষিত রেল ক্রসিং পাড় হচ্ছিল। এ সময় হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ট্রেন তাদের অটোরিকশাটি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও যাত্রী নিহত হন।
আরও পড়ুন: ফরিদপুরের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ৫
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘হাসনাবাদ এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের লাশের সুরতহাল তৈরি করা হয়েছে।’
৩১৮ দিন আগে
নাটোরে ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে নিহত ১
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে গিয়ে আজাদ সরদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার মাধনগর-বিরকুৎসা রেলওয়ে স্টেশনের মাঝে কুচিয়ামারা সেতু এলাকায় ঘটনাটি ঘটে।
আজাদ সরদার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: যশোরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
প্রত্যাক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে কুচিয়ামারা রেলওয়ে সেতু পারাপারের সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
৩৫৫ দিন আগে
যশোরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াসির নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার কাওরিয়া রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসির (১৫) ঝিকরগাছা পৌরসভার কাওরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে বেজিয়াতলা মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওয়াসির মাদরাসার পরীক্ষা দিতে যাওয়ার পথে কাউরিয়া রেলগেট পার হওয়ার সময় বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৩৫৭ দিন আগে