লেভেল ক্রসিং
জুরাইন লেভেল ক্রসিংয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ, রেল চলাচল ব্যাহত
রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকরা রেলক্রসিং অবরোধ করায় সড়ক ও রেল উভয় যান চলাচল বিঘ্নিত হয়েছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে বেলা ১১টার দিকে কয়েকশ’ রিকশাচালক বিক্ষোভ শুরু করেন।
পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে এলাকা খালি করে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা তা মানতে অস্বীকৃতি জানালে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর ১টার দিকে তাদেরকে পুরোপুরি সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান ওসি শফিকুল ইসলাম।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে যান চলাচলে নিষেধাজ্ঞা
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ ও খুলনার মধ্যে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।
ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী দুটি ট্রেন দেরিতে ছেড়েছে।
এছাড়া খুলনাগামী নকশি কাথার কমিউটার ট্রেন ও রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসও তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি।
তবে বিকাল ৩টা ২০ মিনিটের মধ্যে রেললাইন খালি করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত মঙ্গলবার তিন কার্যদিবসের মধ্যে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরদিন রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে চালকরা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ডাউন লাইন দিয়ে চলাচল স্বাভাবিক
৪ ঘণ্টা আগে
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর
গোপালগঞ্জের কাশিয়ানীতে রেল ক্রসিং পার হতে গিয়ে মঙ্গলবার ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
৪ বছর আগে