আল্লু অর্জুন
৬৩ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন আল্লু অর্জুন
দক্ষিণী তারকা আল্লু অর্জুন ৬৩ বছরের মধ্যে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে ৬৯তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।
এর মধ্যেদিয়ে তার ‘পুষ্পা: দ্য রাইজ’ জাদু ফের টক অব দ্য টাউন হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হযেছে, দেশটির রাজধানী দিল্লিতে আয়োজিত প্রেস মিটে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
২০২১ সালের ডিসেম্বরে পুষ্পা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিটিতে শুধুমাত্র তার ব্যতিক্রমী অভিনয়ের জন্যই প্রশংসিত হননি; সংলাপ, ক্যারিশম্যাটিক সোয়াগ এবং পর্দায় শক্তিশালী উপস্থিতিতে দর্শকের মন কেড়েছে এই তারকা।
এ ছাড়া, সিনেমাটির সামি সামি, শ্রীবল্লী, ওও আন্তাভা নামের গানগুলো বিশ্বব্যাপী দর্শকনন্দিত হয়েছে।
আল্লু অর্জুন বর্তমানে এই সিনেমার দ্বিতীয় অংশের শুটিংয়ে ব্যস্ত। এতেও তার নায়িকা হিসেবে থাকবেন রাশ্মিকা মান্দান্না।
আরও পড়ুন: শ্রীদেবী থেকে কৃতি শ্যানন: এক নজরে বলিউডের আইকনিক মায়েরা
১ বছর আগে