র্ডার গার্ড বাংলাদেশ
কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার (২৭ আগস্ট) ভোরে আলুগোলা মাঝেকাঠি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচার হওয়ার খবর পায় বিজিবি।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে পেটে ইয়াবা বহনের অভিযোগে গ্রেপ্তার ১
পরে নাজিরপাড়া এলাকায় দুপুর দেড়টার অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহজনক হওয়ায় একিট নৌকার মাঝিকে থামতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নৌকায় থাকা ৬ জন না থেমে চারটি প্লাস্টিকের ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যান। পরে টহল দল ঘটনাস্থলে গিয়ে থাকা ব্যাগ থেকে ইয়াবা জব্দ করে। ব্যাগগুলোতে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা ছিল।
আরও পড়ুন: কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি
শাহজালালে ৩ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে আর্মড পুলিশ
১ বছর আগে