জাওয়ান
রবি’র এলিট গ্রাহকদের জন্য ‘জাওয়ান’ এর বিশেষ প্রদর্শনী
রবি তার লয়ালিটি প্রোগ্রাম এলিট এর বিশেষ গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতার অঙ্গীকার হিসাবে বহুল আলোচিত চলচ্চিত্র ‘জাওয়ান’ এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।
রবির এলিট গ্রাহকরা বলিউড কাঁপানো ‘জাওয়ান’ সিনেমাটি ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দুটি এবং মিরপুরে স্টার সিনেপ্লেক্সে একটিসহ তিনটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে উপভোগ করেন। এছাড়া চট্টগ্রামে দুটি এবং রাজশাহীতেও একটি বিশেষ শো’র আয়োজন করা হয়েছে।
সুযোগটি রবি'র সকল ডায়মন্ড, প্লাটিনাম এবং নির্বাচিত এলিট গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল।
দক্ষিণ ভারতের পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত-‘জাওয়ান’সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণের তারকা নয়নতারা। অল্প কিছু দৃশ্যে রয়েছে শাহরুখের ‘পাঠান’–এর নায়িকা দীপিকা পাড়ুকোন। দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপতি ও অতিথি চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত।
আরও পড়ুন: অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
বাংলাদেশের বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে এখন‘জওয়ান’ সিনেমাটি। বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পায় সিনেমাটি। প্রথমবারের মতো ভারতের কোনো সিনেমা একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় উন্মাদনা ছড়িয়ে পড়ে শাহরুখভক্তদের মধ্যে।
রবি'র হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন, শামীম উজ জামান বলেন, ‘এই ইভেন্টের লক্ষ্য আমাদের গ্রাহকদের সাথে রবি'র সম্পর্ক জোরদার করা এবং আমাদের লয়ালটি প্রোগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। রবি আগামী দিনে আরও স্ক্রিনিং এবং এক্সক্লুসিভ ইভেন্ট হোস্ট করার পরিকল্পনা করেছে।’
রবি এলিট গ্রাহকদের জন্য সবসময় বিশেষ কিছু করার জন্য সচেষ্ট। রবি নিজেকে এমন একটি কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত করেছে যা গ্রাহকের জীবনে একটি নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
১ বছর আগে
অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
বাংলাদেশে 'জাওয়ান' মুক্তি নিয়ে শুধু দর্শকরা নয়, এ দেশের তারকারাও বেশ উচ্ছ্বসিত। অনেকে হলে সিনেমাটি দেখে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে কথা বললেন চিত্রনায়িকা বর্ষা।
আরও পড়ুন: বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
ব্লকবাস্টার সিনেমা 'জাওয়ান' দেখার পর গণমাধ্যমে এই তারকা বলেন, ‘আমাদের সামনে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি মুক্তি পাবে। মজার বিষয় হচ্ছে- আপনারা অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প ‘জাওয়ান’ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এমনটা একবারেই নয়। এর শুটিং প্রায় দেড় বছর আগে হায়াদ্রাবাদে করেছি।’
বর্ষা আরও বলেন, ভালো একটি সিনেমা নির্মাণ করতে দরকার ভালো গল্প, বাজেট। আমরা হয়তো ‘জাওয়ান’ বানাতে পারব না। তবে বাংলাদেশের জায়গা থেকে সেরা কাজটা করার চেষ্টা সব সময় থাকবে।
‘দিন দ্য ডে’ সিনেমা দিয়ে সবশেষ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা বর্ষা। আর অপেক্ষায় রয়েছে তার ‘নেত্রী: দ্য লিডার’।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
'সুজন মাঝি' নিজ গুণে দর্শক পাবে: নিপুণ
১ বছর আগে
জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
স্বাধীনতা পরবর্তী প্রথমবারের মতো একযোগে কোনো হিন্দি সিনেমা মুক্তি পেল বাংলাদেশে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এদেশের প্রেক্ষাগৃহের পর্দায় দেখা গেলো শাহরুখ খানের ‘জাওয়ান’।
বৃহস্পতিবার দুপুরে ‘জাওয়ান’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর দেশের মাল্টিপ্লেক্সগুলোতে একাধিক শো চলে দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমার।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশের সব সিঙ্গেল স্ক্রিনসহ ৪৮ হলে মোট ২৩৭টি শো চলবে সিনেমাটির। খবরটি নিশ্চিত করেছেন এর বাংলাদেশের পরিবেশক অনন্য মামুন।
‘জাওয়ান’ বাংলাদেশের মুক্তি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা ছিল ঘোষণার পর থেকেই। অনেকে দলবদ্ধ হয়ে সিনেমাটি দেখার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। যা এদেশে প্রথম। বলিউডের ‘খান’দের সিনেমা মুক্তির পর ভারতীয় ভক্তদের উন্মাদনার খবর পাওয়া যেত। আর এবার সেই উন্মাদনায় মাতছে বাংলাদেশের দর্শকও।
আরও পড়ুন: বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
ভক্তদের একদল প্রেক্ষাগৃহ ভাড়া করে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখে ফেলেছেন শাহরুখ ভক্তরা।
এই বছরই শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পায়। সিনেমাটির আয় ভারতীয় সিনেমায় ইতিহাস গড়েছে। কিন্তু দর্শকের মন ছুঁতে পারেনি। তাই বলিউড বাদশাহ’র সিনেমা নিয়ে এক ধরনের হতাশা তৈরি হয় ভক্তদের মাঝে। তবে ‘জাওয়ান’ নিয়ে আশাবাদের কমতি ছিল না। আর এর কারণ দক্ষিণী পরিচালক।
ভারতের দক্ষিণের পরিচালকদের সুনাম এখন বিশ্বজুড়ে। পর্দায় গল্পের উপস্থাপনে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তারা। তাইতো অ্যাটলি কুমারের সিনেমায় যখন বলিউড বাদশাহ কাস্ট হলেন তখন থেকে শাহরুখের ‘বাদশাহ’ হয়ে ফিরে আশার বন্দনায় মেতেছেন ভক্তরা।
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
৩০০ কোটি বাজেটের ‘জাওয়ান’ সিনেমায় আরও এক চমক হিসেবে যোগ হয়েছে দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি। সবমিলিয়ে যেই আশা তৈরি হয়েছিল তাকেও যেন ছাড়িয়ে গেল এই সিনেমা।
মুক্তির প্রথম দিন থেকেই সবার মুখে ‘জাওয়ান’ এর প্রশংসা। ভক্তদের আশা পুরণ হলো। দীর্ঘদিন পর বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল।
‘জাওয়ান’ এ শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তিনি বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। তার অভিনীত দুই চরিত্রের নাম বিক্রম রাঠোর ও আজাদ রাঠোর।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়া দীপিকা পাড়ুকোনকে অতিথি চরিত্রে দেখা গেছে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির ৯৯ দিন পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’
১ বছর আগে
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
চলতি বছর বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’ ও ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা দুটি। তবে সেগুলো যখন এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ততদিনের পুরো বিশ্বে মুক্তির কয়েক মাস হয়ে যায়।
তাই শাহরুখ খান ও সালমান খানের সিনেমা হয়েও ব্যবাসায়িক সুবিধা করতে পারেনি আমদানিকারি প্রতিষ্ঠান।
তবে শাহরুখের ‘জাওয়ান’ নিয়ে আলোচনা ছিল ভিন্ন।কারণ বলা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে সিনেমাটি। ব্যবসায়িক দিক থেকে এটি যেমন সম্ভাবনাময় ছিল তেমনি আলোচনাও বেশ।
এদেশের শাহরুখ ভক্তরা অধীর অপেক্ষায় ছিল ৭ সেপ্টেম্বরের জন্য। কারণ আজ (৭ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘জাওয়ান’।
আরও পড়ুন: বাংলাদেশে কবে মুক্তি পাবে ‘জাওয়ান’
গতকাল (৬ সেপ্টেম্বর) সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শনের কথা ছিল। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। আজ দুপুর পর্যন্ত মুক্তি অনিশ্চিত থাকলেও অবশেষে আনকাট সেন্সর পেলো 'জাওয়ান'। আর আজকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে বলিউড বাদশাহর এই সিনেমা।
খবরটি নিশ্চিত করে পরিবেশক অনন্য মামুন ইউএনবিকে বলেন, এটি অবশ্যই আশাবাদের বিষয় যে বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশের দর্শক হলে গিয়ে 'জাওয়ান' দেখতে পাবে। মোট ৪৮ হলে সিনেমাটি মুক্তি পাবে।
মামুন আরও জানান, আজ (৭ সেপ্টেম্বর) থেকে সিনেপ্লেক্সেগুলোয় ' জাওয়ান' দেখা যাবে। আগামীকাল থেকে সিঙ্গেল স্ক্রিনের হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
দক্ষিণভারতের নির্মাতা অ্যাটলির এই সিনেমায় শাহরুখ ছাড়াও ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনকে!
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
১ বছর আগে
বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
বাংলাদেশে বলিউডের সিনেমা রিলিজের ধারাবাহিকতা শুরু হয়েছে। এরইমধ্যে এবছর মুক্তি পেয়েছে 'পাঠান' ও 'কিসি কা ভাই কিসি কা জান'।
তবে দুটি সিনেমাই এসেছে বিশ্বব্যাপী মুক্তির কয়েক মাস পর।
জানা গেল এবার আসতে যাচ্ছে শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা 'জাওয়ান'। তবে এবার আর দেরি নয়। বিশ্বব্যাপী মুক্তির দিনই ৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
'জাওয়ান' বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
আরও পড়ুন: ডন ৩: শাহরুখের বদলে বলিউডের নতুন ডন রণবীর সিং
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনন্য মামুন খবরটি নিশ্চিত করেছেন।তিনি জানান, শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ জাওয়ান মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় আজ (২৭ আগস্ট) তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। 'জাওয়ান' হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একই সঙ্গে রিলিজ হবে বাংলাদেশে।
‘জাওয়ান’ পরিচালনা করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার।এই প্রথম দক্ষিণী নির্মাতার পরিচালনায় কাজ করেছেন বলিউডের বাদশাহ। এতে তার নায়িকা নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ।
দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে দেখা যাবে অতিথি চরিত্রে।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
বলিউডে ‘কিং খান’ শাহরুখের ৩০ বছর
১ বছর আগে