৯ শিক্ষার্থী
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং: ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ক্লাস-পরীক্ষা বহিষ্কারসহ ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
র্যাগিংয়ের ধরন অনুযায়ী শাস্তি হিসেবে মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের ২ জনকে ২ সেমিস্টার (১ বছর) করে এবং ৪ জনকে ১ সেমিস্টার (৬ মাস) করে ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করা হয়েছে। মৌখিক নোটিশে সতর্ক করা হয়েছে আরও ৩ শিক্ষার্থীকে।
আরও পড়ুন: করোনাভাইরাস: হাবিপ্রবির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শাস্তির কথা জানানো হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসসহ আবাসিক ছাত্রাবাস এলাকায় ২৪ আগস্ট র্যাগিংয়ের অজুহাতে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন হয়রারির শিকার শিক্ষার্থীরা। বিষয়টি তদন্ত করে প্রমাণ পান সংশ্লিষ্টরা।
অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রফেসর মামুনুর রশীদ।
আরও পড়ুন: ১০ দফা দাবিতে হাবিপ্রবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান
হাবিপ্রবিতে দেশের প্রথম ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের যাত্রা শুরু
১ বছর আগে