পানিতে ভাসছে
চিলমারীতে এক সপ্তাহ ধরে পানিতে ভাসছে হরিজন পল্লী
কুড়িগ্রাম, ৩১ আগস্ট (ইউএনবি)- কুড়িগ্রামে চিলমারীতে হরিজন পল্লী এক সপ্তাহ ধরে পানির নিচে তলিয়ে আছে।
সরেজমিন দেখা গেছে, থানাহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় বিলের মাঝে সদ্য নির্মিত হরিজন পল্লীর চারদিকে থৈ থৈ করছে পানি।
হরিজন পল্লীর আশ্রয় নেওয়া বাসিন্দা শ্রী মনি লাল জানান, সামান্য বন্যার পানিতে তলিয়ে গেছে আমাদের হরিজন পল্লী। গত সাত দিন ধরে এভাবে পানিবন্দি রয়েছি আমরা। আর একটু পানি বাড়লে হরিজন পল্লী ছেড়ে চলে যেতে হবে আমাদের।
আশ্রয় নেওয়া বাসিন্দা শ্রী রুমা রাণী বলেন, বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি, সব সময় ভয়ে থাকতে হচ্ছে।
আশ্রয় নেওয়া হরিজন পল্লীর বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে পানি বন্দি থাকলেও এখনও সরকারি বা বেসরকারিভাবে কোনো খাদ্য সহায়তা পাননি তারা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা( ইউএনও) মো. রাফিউল আলম জানান, হরিজন সম্প্রদায়সহ পানিবন্দি মানুষদের তালিকা করা হচ্ছে। এ ছাড়া হরিজনপল্লীতে মাটি ভরাটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে এই সমস্যা থাকবে না।
১ বছর আগে