৮০ হাজার পিস
টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
টেকনাফের শাহপরীর দ্বীপে এক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। এসময় একজনকে মাদক কারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. এহসান (১৫) শাহপরীরদ্বীপ বাজারপাড়ার কামাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: টেকনাফের দমদমিয়া চেকপোস্টে ১৪০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
শুক্রবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানান- টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, দ্বীপের কোস্টগার্ডের নিউ ক্যাম্পের কাছে সীমান্ত বাহিনীর দুটি পৃথক দল বেড়িবাধ এলাকায় অবস্থান নেয়। রাত ১১টা ৪৫ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তিনজনকে নিয়ে দ্বীপের দিকে এগোলে বিজিবি সদস্যরা তাদের থামতে ইঙ্গিত করলেও সীমান্ত বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুইজন নৌকা থেকে নদীতে লাফ দেয়। পরে নৌকা থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো মোট ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে এহসানকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তি স্বীকার করেছেন যে চালানটি বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পালিয়ে যাওয়া দুজনেই এই ইয়াবার মালিক।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি
১ বছর আগে