শাহিন শাহ আফ্রিদি
এশিয়া কাপ: রোহিত ও বিরাটকে সাজঘরে ফেরালেন শাহিন আফ্রিদি
শ্রীলঙ্কার পাল্লেকেলেতে শনিবার (২ সেপ্টেম্বর) এশিয়া কাপের বহুল প্রত্যাশিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
দুর্দান্ত বোলিংয়ে অল্প সময়ের ব্যবধানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
এরপর একে একে শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলও ফিরে যান।
উত্তেজনাপূর্ণ ম্যাচে স্কোরবোর্ডে মাত্র ২৮ রানে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে হোঁচট খেয়েছে ভারত।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারত ২৩ ওভার ৩ বলে ১১৯ রান করেছে।
আরও পড়ুন: এশিয়া কাপ স্কোয়াডে লিটনের পরিবর্তে এনামুল
ঘরের মাটিতে নেপালের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইতোমধ্যে জয় নিশ্চিত করার পর পাকিস্তান তাদের জয়ের ধারা ধরে রাখতে চেষ্টা করছে।
অন্যদিকে, ভারত আজকের উত্তেজনাপূর্ণ ম্যাচ দিয়েই তাদের অভিযান শুরু করছে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
আরও পড়ুন: এশিয়া কাপ: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে টাইগাররা
এশিয়া কাপ: শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ
১ বছর আগে