অজ্ঞাত যুবকের মৃত্যু
সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
সিলেটের পারাইরচক এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক ট্রাক টার্মিনালের বিপরীতে রেললাইনে এ ঘটনা ঘটে।
যুবকের বয়স ২৫ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের মধ্যে কেউ কেউ জানিয়েছেন।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামুসদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
১ বছর আগে
নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়াল রেল ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের তাৎক্ষণিকভাবে কোনো পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ের লাইনম্যান আব্দুল আজিজ জানান, সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বাগাতিপাড়া উপজেলার বড়াল ব্রিজ দৌড়ে অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান তিনি।
আরও পড়ুন: মালিবাগে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
১ বছর আগে