হ্যামস্ট্রিং ইনজুরি
কষ্টের জয়ে এগিয়ে যাওয়ার রাতে বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ
বলের দখলে আধিপত্য বিস্তার করলেও ধারহীন আক্রমণেরে কারণে ম্যাচজুড়ে ভুগতে হলো বার্সেলোনাকে। তবে ভাগ্যের ছোঁয়ায় প্রতিপক্ষের দেওয়া আত্মঘাতী গোল ও তাদের বেশ কয়েকটি আক্রমণ থেকে বেঁচে যাওয়ায় তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে কাতালানরা।
মাদ্রিদের বুতার্কে স্টেডিয়ামে শনিবার (১২ এপ্রিল) রাতে লা লিগার ৩১তম রাউন্ডের ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।
এতে করে ২২ জয় ও চার ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেছে হান্সি ফ্লিকের দল। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
লিগে প্রথম দেখায় ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে একই ব্যবধানে হারে বার্সেলোনা। ফিরতি লেগে এসে তার প্রতিশোধ নিল তারা।
অবশ্য ঠিক প্রতিশোধ বলা চলে না। কারণ মাঠে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরালেও তেমনভাবে সুযোগ তৈরি করতে পারেনি দলটি। অন্যদিকে বেশ কয়েকটি দারুণ আক্রমণ শানিয়েছিল লেগানেস, তা থেকে গোলও আদায় করতে পারত দলটি। মাঝে একবার বল জালেও জড়িয়েছিল তারা, কিন্তু অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়। শেষের দিকে সময়ক্ষেপণ করে ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ার জন্য শিষ্যদের ইঙ্গিত করতে দেখা যায় ফ্লিককে। শেষ পর্যন্ত হয়েছেও তাই।
হারলেও ম্যাচ শেষে তাই কিছুটা তৃপ্তি ঝরেছে লেগানেস কোচ বোর্হা হিমেনেসের কণ্ঠেও, ‘আজ আমরা বার্সেলোনার মতো একটি দলকে সময় নষ্ট করতে এবং শেষের বাঁশি চাইতে বাধ্য করেছি।’
এই জয়ে শীর্ষস্থান মজবুত করে লিগ শিরোপা জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।
তবে পূর্ণ তিন পয়েন্ট অর্জনের রাতের স্বস্তিতে নেই দলটি। চোট পেয়ে প্রথমার্ধে বিরতির আগে মাঠ ছাড়তে হয় বার্সার তরুণ ফুলব্যাক আলেহান্দ্রো বালদেকে।
১ দিন আগে
হ্যামস্ট্রিং ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন শান্ত
এশিয়া কাপ-২০২৩ অভিযানে একের পর এক বাধা আসছে বাংলাদেশ দলের ওপর। এবারে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হঠাৎ যাত্রা থেমে গেল টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তর।
সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে আলোচনায় ছিলেন তরুণ এই ব্যাটার। দুঃখজনকভাবে টুর্নামেন্টে থাকতে পারবেন না তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে শান্ত তার দক্ষতার পরিচয় দিয়েছিলেন দুর্দান্তভাবে ৮৯ রান সংগ্রহ করে।
দ্বিতীয় ম্যাচে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যদিয়ে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি অর্জন করেন।
শান্ত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে ভাঙ্গা হৃদয়ের একটি ইমোজি দিয়ে লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশীর ব্যথায় ভুগছি এবং এই টুর্নামেন্টে আর খেলব না। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শিগগিরই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।'
আরও পড়ুন: এশিয়া কাপে লিটন দাসের যোগ দেওয়ার বিষয়ে কিছু জানেন না বিসিবি সভাপতি
জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজেদুল ইসলাম খান এ বিষয়ে বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় শান্ত হ্যামস্ট্রিং ব্যথা অনুভব করেছিলেন এবং ফিল্ডিং করতে পারেননি। তার পেশি ছিঁড়ে যাওয়া নিশ্চিত করতে আমারা একটি এমআরআই স্ক্যান করেছিলাম।’
তিনি আরও বলেন, শান্তর সুস্থতা নিশ্চিত করতে তাকে এশিয়া কাপ থেকে প্রত্যাহার করা হয়েছে এবং পুনর্বাসন শুরু করতে ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, আরেক টপ-অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাস লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এর আগে জ্বরের কারণে তিনি স্কোয়াডে যোগ দিতে পারেননি। কিন্তু তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: এশিয়া কাপ: মেহেদি-শান্তর সেঞ্চুরি, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড রান
এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ
৫৮৬ দিন আগে