১৪টি স্বর্ণের বার
সাতক্ষীরায় ১৪টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
সাতক্ষীরা সীমান্ত থেকে স্বর্ণ পাচারের অভিযোগে জাহাঙ্গীর হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তার কাছ থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে করারোয়া উপজেলার তলুইগাছা বিওপি’র এলাকাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি থেকে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরাগাছী এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, বিমানকর্মী আটক: বিমানবন্দর এপিবিএন
আটক যুবক জাহাঙ্গীর হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়িতে সীমান্তে যাচ্ছিলেন। পরে ওই ভ্যান তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক জাহাঙ্গীর হোসেনকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৪ স্বর্ণের বার জব্দ, আটক ৩
চুয়াডাঙ্গা মুন্সিপুর সীমান্তে ৬ স্বর্ণের বার জব্দ, আটক ১
১ বছর আগে