শেখ মুজিব মেডিকেল কলেজ
ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ২১১৫
মৃত দুই ব্যক্তি হলেন- নাসরিন বেগম (২৫) ও শামসুল শেখ (৩০)।
নাসরিন জেলার বোয়ালমারী উপজেলার চিতারবাজার গ্রামের তৈয়ব আলীর স্ত্রী। শামসুল শেখ জেলার সালথা উপজেলার নকুলহাটি গ্রামের ইউনুচ শেখের ছেলে।
ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে নাসরিন বেগম ও শামসুল শেখ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে মৃত্যু হয় তাদের।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৬ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০১ জন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৭জন।
তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৪৮
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৭৬
১ বছর আগে